'ফেরারি থেকে রিকশা', রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ আমির

'ফেরারি থেকে রিকশা', রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ আমির
'ফেরারি থেকে রিকশা', রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ আমির
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির সম্প্রতি মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এক সময় রিজওয়ানের অধিনায়কত্বের ভক্ত ছিলেন আমির, তবে এখন তার সিদ্ধান্তগুলোকে ‘অদ্ভুত’ মনে হচ্ছে।
এক ক্রীড়া অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমির রিজওয়ানের নেতৃত্বের তুলনা করেছেন একসময়কার দ্রুতগামী ফেরারির সঙ্গে, যা এখন নাকি রিকশার মতো হয়ে গেছে! "মোহাম্মদ রিজওয়ান... তুমি তো ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো (হাসি)। একসময় আমি ওর অধিনায়কত্বকে পছন্দ করতাম। ও ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে দলকে ফাইনালে নিয়ে গেছে, তাই ওর নেতৃত্বগুণের প্রতি আমার আস্থা ছিল। কিন্তু এখন ওর সিদ্ধান্তগুলো সম্পূর্ণ পাল্টে গেছে,"
আমিরের মতে, অধিনায়ক হওয়ার পর রিজওয়ানের মধ্যে যে পরিবর্তন এসেছে, তা ভালো কিছু বয়ে আনেনি। তিনি বলেন, "যখন রিজওয়ান অধিনায়ক হলো, তখন মনে হয়েছিল ও দলে ইতিবাচক পরিবর্তন আনবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই মনে হলো, ও যেন ক্রিকেটীয় মানসিকতা থেকে সরে গেছে।"
অনেকেই মনে করেন, রিজওয়ানের হাতে দলের চূড়ান্ত নির্বাচন ছিল না। তবে আমির এতে দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন, অধিনায়ক হওয়ার মতো ক্ষমতা থাকলে, দল গঠনের ক্ষেত্রেও প্রভাব খাটানোর সুযোগ ছিল। "রিজওয়ান যদি বলে যে তার হাতে কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাহলে তা পুরোপুরি সত্য নয়। অধিনায়ক হওয়ার ক্ষমতা যদি থাকে, তাহলে দলে নিজের ইচ্ছামতো পরিবর্তন আনার সুযোগও ছিল। কিন্তু সে সেই পদক্ষেপ নেয়নি, কেন নেয়নি আমি জানি না,"
পাকিস্তানের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অধিনায়কত্ব নিয়ে বেশ সমালোচনা চলছে। আমিরের এই মন্তব্য তাতে আরও নতুন মাত্রা যোগ করল।