Image

চরম ব্যর্থ অধিনায়ক শান্ত, বাংলাদেশ ছুটছে সাকিব-মুমিনুলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চরম ব্যর্থ অধিনায়ক শান্ত, বাংলাদেশ ছুটছে সাকিব-মুমিনুলে

চরম ব্যর্থ অধিনায়ক শান্ত, বাংলাদেশ ছুটছে সাকিব-মুমিনুলে

চরম ব্যর্থ অধিনায়ক শান্ত, বাংলাদেশ ছুটছে সাকিব-মুমিনুলে

সকালের সেশনে স্বাগতিক ব্যাটারদের ২-৩ টি উইকেট তুলে নেওয়ার প্রত্যাশা ছিল লঙ্কানদের, গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সে কথাই বলছিলেন কামিন্দু মেন্ডিস। আজ যেন হয়েছেও তাই, স্বাগতিকদের জন্য বড্ড হতাশার এক সেশন। আগের দিন শেষ বিকালে ওপেনার জয়কে হারানো বাংলাদেশ আজ প্রথম সেশনে হারায় ৩ উইকেট। ফিফটি হাঁকিয়েও এগিয়ে যেতে পারেননি ওপেনার জাকির হাসান, হয়েছেন বোল্ড। অধিনায়ক শান্ত প্যাভিলিয়নে ফেরেন কেবল ১ রানে। নাইটওয়াচম্যান তাইজুলের বিদায়ের পর সাকিব-মুমিনুল জুটিতে বাংলাদেশের নামমাত্র স্বস্তি। ম্যাচ জিততে বা ম্যাচ বাঁচাতে পাড়ি দিতে হবে কঠিন পথ।  

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে- ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান, এই পর্যন্ত খেলা হয়েছে মোট ৪১ ওভার। আজকের দিনের প্রথম সেশনে ২৬ ওভার খেলে ৩ উইকেট খুইয়ে বাংলাদেশ তুলেছে ৬০ রান। চাইলেই টিকে থাকা যায় এমন উইকেটেও রান পাননি বাংলাদেশ অধিনায়ক শান্ত। সাকিব আল হাসান ৬ ও মুমিনুল হক ২ রানে অপরাজিত থেকে গেলেন লাঞ্চ ব্রেকে। 

শ্রীলঙ্কার ৫১১ রানের বিপরীতে খেলতে নেমে বাংলাদেশ গতকাল শেষ বিকালে হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৫৫ করা বাংলাদেশ পিছিয়ে ছিল আরও ৪৭৬ রানে। আজ ওপেনার জাকির ফের ব্যাটিংয়ে নামেন নাইটওয়াচ ম্যান তাইজুল ইসলামকে নিয়ে। তৃতীয় দিনের প্রথম এক ঘন্টা তারা চট্টগ্রামের উইকেটে কাটিয়ে দেন স্বাচ্ছন্দ্যে। 

তবে বিপত্তি বাধে টেস্ট ক্যারিয়ারে নিজের ৪র্থ পঞ্চাশ ছোঁয়ার পর। ৯৭ বলে পঞ্চাশ করতে জাকিরের ইনিংসে ৮টি বাউন্ডারির মার ছিল। ফিফটির পর আর টিকতে পারলেন না এই ওপেনার। ব্যক্তিগত ৫৪ রানে জাকির স্টাম্প হারান বিশ্ব ফার্নান্দোর বলে। 

এরপর তাইজুল ইসলামের সঙ্গী হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই জুটিতে আসেনি স্বস্তি। প্রবাথ জয়াসুরিয়ার বলে ফ্লিক করতে গিয়ে শর্ট মিডউইকেটে দিমুথ করুণারত্নের হাতে ধরা পড়েন শান্ত। ১১ বল খেলা বাংলাদেশ অধিনায়ক ১ রানের বেশি করতে পারেনি। দলীয় ১০১ রানে বাংলাদেশ হারায় ৩য় উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ তিন ইনিংস মিলিয়ে শান্তর সংগ্রহে ১২ রান; সিলেট টেস্টে ৫ ও ৬ রান করা শান্ত চট্টগ্রামে এসে সেই পুরানো বৃত্তেই। 

পরের ওভারে তাইজুল ইসলামের স্টাম্প উপড়ে ফেলেন বিশ্ব ফার্নান্দো। নাইটওয়াচ ম্যান হিসাবে নামা তাইজুল রান করেছেন ২২। সিলেট টেস্টের শেষ ইনিংসে ৮৭ রানে অপরাজিত থাকা মুমিনুল হক আজ যেন সেখান থেকেই ইনিংস শুরু করলেন। সাকিব আল হাসান অবশেষে ব্যাট হাতে, লাঞ্চের আগে নেমে তিনি ছিলেন ধীর-স্থির। লঙ্কান বোলারদের বিপদজনক বলগুলো খেলছিলেন সতর্ক পথে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three