নাঈম শেখের আবেগঘন বার্তা, পাশে নাসির হোসেন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নাঈম শেখের আবেগঘন বার্তা, পাশে নাসির হোসেন

নাঈম শেখের আবেগঘন বার্তা, পাশে নাসির হোসেন

নাঈম শেখের আবেগঘন বার্তা, পাশে নাসির হোসেন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় পাওয়া দলটি ওয়ানডেতে যেন হারিয়ে ফেলেছিল নিজেদের ছন্দ। তিন ম্যাচের কোনোটি জেতার কাছাকাছিও যেতে পারেনি টাইগাররা। দেশে ফেরার পরই সেই ব্যর্থতার দায়ে ক্ষুব্ধ সমর্থকদের মুখোমুখি হতে হয় ক্রিকেটারদের। বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুয়ো, স্লোগান আর কটূক্তিতে পড়তে হয় তাঁদের। অনেক সমর্থক প্রকাশ্যে খেলোয়াড়দের উদ্দেশে ক্ষোভ উগড়ে দেন।

এই ঘটনার পর নিজের মনের কষ্ট প্রকাশ করেছেন ওপেনার নাঈম শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, বিমানবন্দরে এমন আচরণে মন ভেঙে গেছে তাঁর। নাঈমের ভাষায়, সমর্থকদের ভালোবাসাই খেলোয়াড়দের অনুপ্রেরণা, কিন্তু এমন তিক্ত অভিজ্ঞতা কষ্ট দেয়।

ফেসবুক পোস্টে নাইম লেখেন, "আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না — আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে — এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় — কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য,  আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো — দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইন শা আল্লাহ"

এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও। নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে তিনি লেখেন, "আমরা ক্রিকেট প্লেয়ার, তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ , রক্তে মাংসে গড়া মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে তাহলে হেরে গেলে কেনো শুধু ১১জন কষ্টের দায়ভার বহন করবে? আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়? আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায় তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে , আত্মবিশ্বাসে আঘাত না করে ,মনবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করবো,হার জিত তোহ থাকবেই এতে করে ভেঙ্গে পরা যাবে না, আমরা আরও শক্তিশালি হয়ে মোকাবেলা করে দেখিয়ে দিতে চাই , আর চাই ১৭ কোটি মানুষের ভালোবাসা,দোআ আর সমর্থন।"