ডাফির ফাইফার, নিউজিল্যান্ড এগিয়ে ৯৬ রানে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডাফির ফাইফার, নিউজিল্যান্ড এগিয়ে ৯৬ রানে
ডাফির ফাইফার, নিউজিল্যান্ড এগিয়ে ৯৬ রানে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ দেখালেন সত্যিকারের ধৈর্য আর সাহস। চোখে ইনফেকশনের কারণে হোপ সানগ্লাস পরে মাঠে নামলেও তা তাঁকে ব্যাটে আত্মবিশ্বাস হারাতে দেয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অর্ধশতক পূর্ণ করে হোপ দলের সংগ্রহকে কিছুটা স্থিতিশীলতা দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৭ রানে অলআউট হয়। হোপের ৫৬ রানের ইনিংসের সঙ্গে তাগেনারিন চ্যান্ডারপলের ৫২ রান যোগ হয়ে ৯০ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে সামাল দেয়। তবে দিনশেষে ৯৬ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ দিকে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের টেইল-এন্ড ব্যাটিং। মাত্র ১০ রানে শেষ চারটি উইকেট পড়ে যায়। ডাফি শেষ পর্যন্ত পাঁচ উইকেট নিয়ে তার প্রথম টেস্ট ফাইভ-ফর অর্জন করলেন। পাশাপাশি ম্যাট হেনরিও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন।
নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয় অস্পষ্ট আলো আর কড়া বোলিংয়ের মধ্যে। তারা ৩২ রান করে কোনো উইকেট হারায়নি। টম লাথাম ১৪ এবং ডেভন কনওয়ে ১৫ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে কিউইরা তুলেছিলো ২৩১ রান।
হোপ এবং চ্যান্ডারপলের ধৈর্যপূর্ণ লড়াই, নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিং আর ধীর গতির খেলার এই মিশ্রণে টেস্ট ম্যাচে দর্শকরা দেখতে পান উত্তেজনা, সংযম এবং মানসিক শক্তির সত্যিকারের প্রতিফলন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যতটা সম্ভব ম্যাচে টিকে থাকার চেষ্টা করেছেন।
