Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০০ ভাগ প্রস্তুত দীনেশ কার্তিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০০ ভাগ প্রস্তুত দীনেশ কার্তিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০০ ভাগ প্রস্তুত দীনেশ কার্তিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১০০ ভাগ প্রস্তুত দীনেশ কার্তিক

আইপিএলে দারুণ ফর্মে আছেন দীনেশ কার্তিক। অভিজ্ঞতার ঝুলি বড়, দিচ্ছেন বড় কিছুর বার্তা। স্বপ্ন দেখছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার। বিশ্বকাপ যখন শুরু হবে, কার্তিকের বয়সের ঘড়িতে তখন ৩৯ বেজে উঠবে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এ কার্তিক মাঠে নেমেছিলেন ভারতের জার্সি গায়ে। এরপর আর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা হয়নি তার। 

আইপিএলে এবার ঝড়ো ব্যাটিংয়ে নামডাক ছড়িয়েছে কার্তিকের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রানের ফুলঝুরিতেও স্থানটি তার তৃতীয়। কেবল ভিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি তার সামনে আছেন।

চলমান আসরে ব্যাট হাতে এখন পর্যন্ত ২২৬ রানের মালিক কার্তিক। প্লেসি আছেন ২৩২ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে। বেঙ্গালুরুর হয়ে কোহলির অবস্থান ৩৬১ রান নিয়ে শীর্ষে। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে কার্তিক জানান, “আমার জীবনের এই পর্যায়ে এসে, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা হতে পারে নিজের জন্য দারুণ এক অনুভূতি। আমি খুব, খুব করে এটা চাই। আমার জীবনে এরচেয়ে বড় কিছু নেই, ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারা।” 

বেঙ্গালুরুর সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৮৭ রান তাড়া করতে নেমে ২৬২ রান পর্যন্ত করার সামর্থ্য দেখায় তারা। সেই ম্যাচে ৩৫ বলে ৮৩ রানের এক মারকুটে ইনিংস খেলেন কার্তিক। দল জেতেনি ঠিক, কিন্তু কার্তিকের এই ইনিংসে আবারও নানা আলোচনা জন্ম দিয়েছে। চলতি মৌসুমে এমনই ব্যাটিং নৈপূন্য দেখিয়ে যাচ্ছেন তিনি। 

কার্তিক শুধু ব্যাটার হিসেবে নয়, তার দায়িত্ব থাকে উইকেট রক্ষকেরও। এই জায়গা নিতে তাকে যাদের সাথে লড়াই করতে হবে, সেই নামগুলো বেশ ভারী। চোট থেকে ফিরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রিশাব পান্ট। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তার নাম চলে আসে সবার আগে। 

এছাড়াও সানজু স্যামসন, ইশান কিষান, লোকেশ রাহুলরা আছেন তালিকায়। অবশ্য কার্তিক ভরসা রাখতে চান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচকের উপর।

তিনি বলেন, “আমি এটাও মনে করি, এখানে ৩ জন বেশ স্থিতিশীল, সৎ মানুষ আছেন যারা সিদ্ধান্ত নেবেন, বিশ্বকাপের জন্য সেরা ভারতীয় দল কেমন হওয়া উচিত। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগাররকার। আমি পুরোপুরিভাবে তাদের সাথে আছি। তবে বলতে পারি, আমি ১০০ ভাগ প্রস্তুত। এবং আপনারা জানেন আমি যা পারি, তার সবটুকুই করি।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three