শেষ পর্যন্ত লড়েও পারল না ঢাকা, রংপুরের ১১ রানের জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 7 সেকেন্ড আগে-
1
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
-
2
নাজমুল ইসলামের মন্তব্যে ক্রিকেটে অচলাবস্থা, কড়া প্রতিক্রিয়া আসিফ নজরুলের
-
3
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস
-
4
স্টিভ স্মিথের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্স থান্ডারকে হারিয়ে ডার্বি জয়
-
5
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী
শেষ পর্যন্ত লড়েও পারল না ঢাকা, রংপুরের ১১ রানের জয়
শেষ পর্যন্ত লড়েও পারল না ঢাকা, রংপুরের ১১ রানের জয়
শেষ মুহূর্তে জমে ওঠা লড়াইয়েও জয় ধরা দিল না ঢাকার হাতে। নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা ক্যাপিটালস থেমেছে ৭ উইকেটে ১৭০ রানে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৭তম ম্যাচে রংপুর রাইডার্স ১১ রানের জয় তুলে নেয়। ফলে রংপুর পৌছে গেছে প্লে-অফে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স তোলে ৪ উইকেটে ১৮১ রান। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ডাওয়িড মালান ও তাওহিদ হৃদয়। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মালান। ইংলিশ এই ব্যাটার খেলেন ৪৯ বলে ৭৮ রানের ঝরঝরে ইনিংস। তাকে দারুণভাবে সঙ্গ দেন তাওহিদ হৃদয়, যিনি খেলেন ৪৬ বলে ৬২ রান। এই জুটিতেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর। শেষদিকে কাইল মায়ার্সের ২৪ রানের ক্যামিও রংপুরের স্কোর আরও সমৃদ্ধ করে।
জবাবে ঢাকার শুরুটা আশানুরূপ হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ইনিংস ম্যাচে নতুন উত্তেজনা ফেরায়। তিনি খেলেন ৩০ বলে ৫৮ রান, তার সঙ্গে ইমাদ ওয়াসিমের ১৩ বলে ২০ রান ঢাকাকে আবার ম্যাচে ফেরায়। এক পর্যায়ে ঢাকার প্রয়োজন ছিল ১৪ বলে ৪২ রান, কিন্তু শেষ দুই ওভারে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্য আর ছোঁয়া হয়নি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রানেই থামে ঢাকা ক্যাপিটালস। গুরুত্বপূর্ণ সময়ে রংপুরের বোলাররা চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
