Image

যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি স্কোয়াডে কোরি অ্যান্ডারসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি স্কোয়াডে কোরি অ্যান্ডারসন

যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি স্কোয়াডে কোরি অ্যান্ডারসন

যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি স্কোয়াডে কোরি অ্যান্ডারসন

কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসনের অন্তর্ভুক্তি ঘটেছে। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে টুর্নামেন্টের সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। 

অ্যান্ডারসন, যিনি নিউজিল্যান্ডের জার্সিতে সর্বশেষ ক্রিকেট খেলেছেন ২০১৮ সালে। এই ক্রিকেটার মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলতে তার কোনো ধরনের বাঁধা নেই। ইতোমধ্যে মাইনর লিগ ক্রিকেটে দুর্দান্ত প্রতাপে রান করেছেন অ্যান্ডারসন। খেলেছেন ২৮ ইনিংস, স্ট্রাইকরেট যেখানে ১৪৬, রান করেছেন ৯০০। 

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ১৩ টি টেস্ট, ৪৯ টি ওডিআই ও ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। কিউই জার্সিতে ২০১৩ সালে যাত্রা শুরু করেন তিনি। ২০১৫ ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন অ্যান্ডারসন, যারা সেবার টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয়। 

অ্যান্ডারসন ছাড়াও ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হারমিত সিং, কানাডার সাবেক অধিনায়ক নিতিশ কুমার, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া তারকা আন্দ্রিস গোস যুক্তরাষ্ট্র স্কোয়াডে সুযোগ পেয়েছেন। মাইনর লিগের ইতিহাসে সর্বোচ্চ রান করা স্বত্বেও সাবেক ভারতীয় অনূর্ধ্ব-১৯ অধিনায়ক উন্মুক্ত চাঁদ নেই এই স্কোয়াডে।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন মোনাঙ্ক প্যাটেল। কানাডার বিপক্ষে এপ্রিলের ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ টি ম্যাচ খেলবে তারা। এছাড়াও মে’ মাসে বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। 

অধিনায়ক প্যাটেল বলেন, "আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসার সাথে সাথে, এই সিরিজটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" 

"আমাদের দলে কিছু নতুন খেলোয়াড় আসছে, এবং এই খেলাগুলো সঠিক সংমিশ্রণ পেতে, বিশ্বকাপের জন্য ভাল প্রস্তুতি নিতে সাহায্য করবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three