কনওয়ের ডাবল কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের পাহাড়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে-
1
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
-
5
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
কনওয়ের ডাবল কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের পাহাড়
কনওয়ের ডাবল কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের পাহাড়
ডেভন কনওয়ের অনন্য কীর্তিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন আরও ৪১৯ রান, হাতে রয়েছে পুরো শেষ দিন। রোববার দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ব্র্যান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত।
এর আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০২ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২২৭ রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে মাত্র দশম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন কনওয়ে। তিনি ছাড়াও এই তালিকায় আছেন ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, গ্রাহাম গুচ, কুমার সাঙ্গাকারা ও শুবমান গিলের মতো কিংবদন্তিরা। একই ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন টম ল্যাথামও, যিনি দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান করেন।
কনওয়ে ও ল্যাথামের জুটি ম্যাচে উদ্বোধনী জুটিতে মোট ৫১৫ রান যোগ করে বিশ্বরেকর্ড গড়ে। প্রথম ইনিংসে তাদের ৩২৩ রানের জুটিই ম্যাচের ভিত্তি গড়ে দেয়। শেষ দিনে দ্রুত রান তুলতে গিয়ে কনওয়ে ও ল্যাথাম মধ্যাহ্ন বিরতির আগেই ১৫৭ রান যোগ করেন। কিউইদের হয়ে কেন উইলিয়ামসন ৪০ ও রাচিন রবীন্দ্র ২৩ বলে ঝড়ো ৪৬ রান করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪২০ রানে অলআউট হলে ১৫৫ রানের লিড পায় নিউজিল্যান্ড। কাভেম হজের দৃঢ় ১২৩ রানের ইনিংসও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৪ উইকেট নিয়ে সিরিজে নিজের উইকেট সংখ্যা ১৮ তে নিয়ে যান।
টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া ৪১৮ সে রেকর্ড ভাঙতে হলে শেষ দিনে অসম্ভবকেই সম্ভব করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজ সমতায় ফেরাতে তাই সামনে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এক চ্যালেঞ্জ।
