Image

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী 'এ' দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী 'এ' দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী 'এ' দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী 'এ' দল ঘোষণা

নিউজিল্যান্ড 'এ' দল আগামী ১ মে বাংলাদেশে আসছে। স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে কিউইরা। আসন্ন এই সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। 

আসন্ন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড 'এ' দলের নেতৃত্ব দেবেন নিক কেলি এবং জো কার্টার। দলে রয়েছেন সদ্য অভিষেক হওয়া রাইস মারিউ এবং মোহাম্মদ আব্বাস।

নিক কেলি ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন। তার দল তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে এবং এরপর দুটি চার দিনের ম্যাচের জন্য জো কার্টারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

ওয়ানডে ফরম্যাটের খেলাগুলো ৫, ৭ এবং ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর ১৪-১৭ মে একই ভেন্যুতে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১-২৪ মে ঢাকার মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড 'এ' দল-

মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফাউলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হেফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মারিউ, ডেল ফিলিপস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three