গলে চলছে ব্যাটারদের রাজত্ব, তাইজুলের শিকার উদারা
-
1
দেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে সিলেট টাইটান্স
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক
-
3
তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর
-
4
বৃষ্টি, চাপ আর ভাগ্যের নিষ্ঠুরতায় ভারতের কাছে হারল বাংলাদেশের যুবারা
-
5
সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা
গলে চলছে ব্যাটারদের রাজত্ব, তাইজুলের শিকার উদারা
গলে চলছে ব্যাটারদের রাজত্ব, তাইজুলের শিকার উদারা
গল টেস্টের ৩য় দিনে ১ উইকেট হারিয়ে ১০০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ৩৯৫ রানে পিছিয়ে লঙ্কানরা। ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন পাথুম নিসাঙ্কা এবং ২২ রানে অপরাজিত আছেন দিনেশ চান্দিমাল। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে ভালোই ব্যাটিং করতে থাকেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লাহিরু উদারা। নাহিদ রানা ও হাসান মাহমুদকে দিয়ে শুরু থেকেই লঙ্কা শিবিরে আক্রমণ চালাতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাহিদ রানার পেসে ব্যাটাররা বিট হলেও উইকেট তুলতে পারছিলেন না।
এরপর বোলিং পরিবর্তন করে স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে আনেন শান্ত। অবশেষে ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল। ২৯ রানে অভিষিক্ত উদারাকে সাজঘরে ফেরান তিনি।
৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তখন শূন্য রানে অপরাজিত ছিলো ২ ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে স্কোর বোর্ডে মাত্র ১১ রান যোগ করতেই নাহিদ রানা আসিথা ফার্নান্দোর শিকার হন। ফলে ৫০০ রান পেরোনোর আগেই বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৪৯৫ রানে। ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪ টি উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ৩ টি করে উইকেট নেন মিলান মিলান রাত্নায়েক এবং থারিন্দু রাত্নায়েক।
