Image

চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ স্বপ্নভঙ্গের খুব কাছে, লড়াই করলেন কেবল শান্ত-জাকের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ স্বপ্নভঙ্গের খুব কাছে, লড়াই করলেন কেবল শান্ত-জাকের

চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ স্বপ্নভঙ্গের খুব কাছে, লড়াই করলেন কেবল শান্ত-জাকের

চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ স্বপ্নভঙ্গের খুব কাছে, লড়াই করলেন কেবল শান্ত-জাকের

রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দেখাল অসহায়ত্ব। ৩০০-৩৫০ রান সংগ্রহ করার গল্প শুনিয়ে ম্যাচে নেমে টাইগাররা করতে পারে কেবল ২৩৬। চরম ব্যাটিং ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রায় স্বপ্নভঙ্গ। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই ব্যাটিংয়ের সবচেয়ে বাজে প্রদর্শনী মেলে ধরলেন মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে টিকে থাকার চেষ্টাতেই কমতি ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণের উদাহরণ তৈরি করেছেন। নিউজিল্যান্ডের বোলারদের অবদান ব্যর্থ করে দিয়েছেন মুশফিক, রিয়াদরা। অহেতুক ব্যাট চালিয়ে উইকেট বিতরণ করে আসেন ড্রেসিংরুমে। তবে ব্যতিক্রম ছিলেন কেবল নাজমুল শান্ত ও জাকের আলি। শুরুতে শান্ত, শেষে জাকেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করতে পারে। এক মাইকেল ব্রেসওয়েল বিধ্বস্ত করেন বাংলাদেশের ব্যাটিং। ১০ ওভারে মাত্র ২৬ রান খরচায় নেন ৪ উইকেট, যা তার ওয়ানডের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ওপেনিং জুটির সময় এক পর্যায়ে দলের রান ছিল ৪৫। এরপর নামে ধস। শেষ দিকে তো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইনিংস। বাউন্ডারির চেষ্টাতেই নিজের পতন ডেকে আনেন ২৪ রানে থাকা তামিম। 

শান্ত ওপেন করতে নামায় ব্যাটিং অর্ডার উন্নতি হয়েছে মিরাজের। তিনে নেমে মেহেদী হাসান মিরাজও হয়েছেন ব্যর্থ, ১৪ বল খেলা মিরাজ রান করতে পারেন কেবল ১৩। ভারতের বিপক্ষে নায়কের বেশে সেঞ্চুরি হাঁকানো তাওহীদ হৃদয় আজ যেন নিজেকে হারিয়ে ফেলেন রাওয়ালপিন্ডির মাঠে। ব্রেসওয়েলের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে বাউন্ডারিবিহীন ২৪ বলের ইনিংসে হৃদয়ের ব্যাট থেকে আসে কেবল ৭ রান। 

অভিজ্ঞ মুশফিকুর রহিমও (২) পারেননি দলের প্রয়োজনে দাঁড়াতে। আগের ম্যাচে অবশ্য ফেরেন শূন্যতে। মাইক ব্রেসওয়েল ফোর-ফার পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে। সৌম্য সরকারের পরিবর্তে সেরা একাদশে এসে রিয়াদ রান করলেন কেবল ৪। মোট ১৪ বল খেলেও থিতু হতে পারেননি রিয়াদ। দুই অভিজ্ঞ মুশফিক-মাহমুদউল্লাহর হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশ পড়ে আরও বিপাকে। 

উইকেটের আসা-যাওয়ার মাঝেই একা হাতে লড়াই চালিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশ দায়িত্ব নিয়েই শান্ত এদিন ইনিংস শুরু করেন, ৭১ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ১০ম ওয়ানডে ফিফটি। দলকে টেনে নিয়ে ফিফটি করলেও সেঞ্চুরির পথে যেতে পারেননি শান্ত। উইল ও'রোর্কের বাউন্সারে শট খেলতে গিয়ে হয়েছেন সহজ ক্যাচ। প্যাভিলিয়নে ফেরার আগে ৯ বাউন্ডারিতে শান্তর ব্যাট থেকে আসে ৭৭ রান।  

সাম্প্রতিক সময়ে সেরা ব্যাটার জাকের আলি অনিক এরপর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্বভাবজাত ব্যাটিংয়ে উইকেট আঁকড়ে রাখেন, পাশাপাশি খেলেন দারুণ কিছু শট। রিশাদ হোসেন উইকেটে এসে দেখান ক্যামিও। তবে ইনিংস বড় করার আগেই ম্যাট হেনরির শিকার ব্যক্তিগত ২৬ রানে। 

ইনিংসের ৪৪ তম ওভারের পঞ্চম ডেলিভারিতে ম্যাট হেনরিকে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের রান দুইশোতে পৌঁছে দেন জাকের আলি। আগের ম্যাচের মতো এদিনও দলকে বিপর্যয় থেকে টেনে মান বাঁচানোর চেষ্টা চালান জাকের। তবে দারুণ খেলতে থাকলেও ফিফটির দেখা পেলেন না জাকের। স্ট্রাইক নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে যান ৫৫ বলে ৪৫ করে। 

ইনিংসের শেষ তিন ওভারে কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ স্বপ্নভঙ্গের খুব কাছে। সেমিফাইনালে যেতে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে করতে হবে ২৩৭ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three