Image

অশ্বিনের তির্যক মন্তব্যে বাংলাদেশ অপমানিত

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 16 মিনিট আগে
অশ্বিনের তির্যক মন্তব্যে বাংলাদেশ অপমানিত

অশ্বিনের তির্যক মন্তব্যে বাংলাদেশ অপমানিত

অশ্বিনের তির্যক মন্তব্যে বাংলাদেশ অপমানিত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতীয় সাবেক ক্রিকেটারদের বাংলাদেশবিরোধী মন্তব্য। তবে এবার আগুনে ঘি ঢাললেন ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণে তিনি বলেন, এ টুর্নামেন্টে ভারতের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেই সঙ্গে  বাংলাদেশকে মন্তব্য করে তিনি সরাসরি বলেন ‘বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছুই নেই।’ 

অশ্বিন মনে করেন, বর্তমান ফরম্যাটে এশিয়া কাপ প্রতিযোগিতাহীন হয়ে পড়েছে। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা যায়। আফ্রো-এশিয়া কাপ করলে অন্তত প্রতিদ্বন্দ্বিতা হবে। না হলে ভারতের ‘এ’ দল খেলালেও বেশি প্রতিযোগিতা পাওয়া যাবে বাংলাদেশকে খেলানোর থেকে।’

ভারত সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখিয়ে যাচ্ছে। শেষ ২০ ম্যাচের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে তারা। বিশেষ করে ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে দলটি আছে দুর্দান্ত ছন্দে। তাই ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতে, এশিয়া কাপ জয় এখন তাদের জন্য কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

তিনি আরও বলেন, “আফগানিস্তানের বোলারদের নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু ভারত যদি ১৭০ রান ছাড়িয়ে যায়, ভারতের ব্যাটিং সামর্থ্যের সঙ্গে পাল্লা দেওয়ার মতো দল নেই। সম্ভাবনাও নেই।” অশ্বিনের প্রত্যাশা, অন্তত অন্য কোনো দল যদি অঘটন ঘটিয়ে শিরোপা জিতে নেয়, তবে আবারও প্রতিযোগিতার রূপ ফিরে পাবে এশিয়া কাপ। না হলে তার চোখে এই আসর কেবল একতরফাই হয়ে থাকবে।

বুধবার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। তবে তার আগে অশ্বিনের মন্তব্যই ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three