Image

সূর্যকুমার বললেন, “আমার ট্রফি ড্রেসিংরুমেই”

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 53 মিনিট আগে
সূর্যকুমার বললেন, “আমার ট্রফি ড্রেসিংরুমেই”

সূর্যকুমার বললেন, “আমার ট্রফি ড্রেসিংরুমেই”

সূর্যকুমার বললেন, “আমার ট্রফি ড্রেসিংরুমেই”

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে এবারের ফাইনালের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ট্রফি ঘিরে নাটকীয়তা। শিরোপাজয়ী ভারতকে মঞ্চে ট্রফি না দিয়ে আয়োজন শেষ করে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমন অস্বাভাবিক ঘটনায় হতবাক ক্রিকেট বিশ্ব। এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, “আমার আসল ট্রফি ড্রেসিংরুমেই আছে। আমার সতীর্থ আর সাপোর্ট স্টাফরাই আমার ট্রফি।”

রোববার রাতে দুবাইয়ে ফাইনাল শেষে দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে আশ্চর্যের বিষয়, মঞ্চে শিরোপার জায়গা থাকলেও সেখানে কোনো ট্রফি রাখা হয়নি। বরং পুরস্কার বিতরণের আগেই ট্রফিটি রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়। কোনো ব্যাখ্যা ছাড়াই মঞ্চ থেকে ট্রফি সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভারতীয় খেলোয়াড়রা শেষ পর্যন্ত কল্পিত ট্রফি হাতে নিয়েই উদযাপন করেন। সতীর্থদের সঙ্গে হাসিমুখে অভিনয় করে শিরোপা তুলে ধরেন তারা। এমন দৃশ্য ক্রিকেট ইতিহাসে বিরল বলেই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব স্পষ্ট ভাষায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন:

“আমি যখন থেকে ক্রিকেট খেলছি বা অনুসরণ করছি, তখন থেকে এমনটা কখনো দেখিনি। একটা দল কঠিন পরিশ্রম করে ট্রফি জিতলো, আর তাদের হাতে সেই ট্রফি দেওয়া হলো না, এটা অবিশ্বাস্য। আমি মনে করি, আমরা ট্রফি পাওয়ার যোগ্য ছিলাম। তবে আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য ট্রফি হচ্ছে আমার সতীর্থ ১৪ জন খেলোয়াড় আর সাপোর্ট স্টাফরা।”

শুধু দলীয় ট্রফি নয়, ব্যক্তিগত পুরস্কার নিয়েও ছিল তিক্ততা। কুলদীপ যাদব, অভিষেক শর্মা ও তিলক বর্মা ব্যক্তিগত পুরস্কার নিলেও তারা সচেতনভাবে এসিসি সভাপতি মহসিন নাকভিকে এড়িয়ে যান। অন্য কর্মকর্তাদের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করেন তারা।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা রানার্সআপ চেক গ্রহণ করেন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি একাধারে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবির চেয়ারম্যান। রাজনৈতিক কারণে ভারতীয় দল শুরু থেকেই সিদ্ধান্ত নেয় যে তারা নাকভির হাত থেকে ট্রফি নেবে না। 

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এএনআইকে বলেন: "আমরা নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করব না, এমন সিদ্ধান্ত ছিল আমাদের। তবে এর মানে এই নয় যে উনি ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করছি ট্রফি ও মেডেল দ্রুতই ভারতে ফেরত আসবে।”

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ জয়ের পর ভারতীয় শিবিরে আনন্দের বন্যা হওয়ার কথা থাকলেও ট্রফি বিতর্ক পুরো আয়োজনকেই বিতর্কিত করে তুলল। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ বলছেন ক্রিকেটের ইতিহাসে কালো অধ্যায় আবার কেউ আবার বলছেন রাজনীতির শিকার হলো ক্রিকেট।
 

Details Bottom