টি–টোয়েন্টিতে আবারও টাইগারদের হতশ্রী চেহারা
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
টি–টোয়েন্টিতে আবারও টাইগারদের হতশ্রী চেহারা
টি–টোয়েন্টিতে আবারও টাইগারদের হতশ্রী চেহারা
প্রথম তিন ওভারেই নেই ২ ওপেনার। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের ওপেনিং জুটি হতশ্রী চেহারা দেখা গেল আরও একবার। শুরুতেই চরম বিপাকে পড়া বাংলাদেশ এরপর আর কোনোপ্রকার চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারতীয় বোলারদের। বিপদের সময়ে নেমেও দলকে উদ্ধার করতে পারলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আইপিএলে আগুনে গতিতে বল করা মায়াঙ্ক যাদবের আন্তর্জাতিকে প্রথম উইকেট রিয়াদ। তবে একা হাতে লড়াই করে দলের সংগ্রহ একশো ছাড়িয়ে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভারের আগেই বাংলাদেশ অলআউট ১২৭ রানে। ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই। যেখানে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদব। টি-টোয়েন্টিতে আরও একবার দেখা গেল বাংলাদেশের হতশ্রী ব্যাটিং। চার-ছক্কার ফোয়ারা ছুটানোর বদলে বাংলাদেশের ব্যাটারদের ছিল উইকেটে আসা আর যাওয়া। সুরিয়াকুমার যাদবের নেতৃত্বে বল হাতে দারুণ পারফর্ম দেখিয়েছে ভারত। শেষ পর্যন্ত বাংলাদেশ করতে পারে ১২৭ রান।
ইনিংসের শুরুর ৩ ওভারের মধ্যে এক আর্শদ্বীপের শিকার বাংলাদেশের দুই ওপেনার। স্কোরবোর্ডে রান যখন কেবল ৫, ভাঙ্গে বাংলাদেশের ওপেনিং জুটি। দলীয় ১৪ রানের সময় নেই আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। গোয়ালিয়রে নিজের মোকাবিলা করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লিটন দাস। পরের বলেও লফটেড খেলার চেষ্টা করেন, কিন্তু বল আকাশে উড়িয়ে রিংকু সিংয়ের হাতে হন সহজ ক্যাচ।
আর্শ্বদীপ সিং নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নেন বাকি থাকা আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে। স্টাম্পে বল টেনে এনে বোল্ড পারভেজ। লম্বা সময় পর জাতীয় দলে ফেরা ইমনের প্রত্যাবর্তন হয়নি সুখকর, ৯ বল খেলে করেন ৮। পাওয়ার প্লের মাঝে তাওহীদ হৃদয়ও ফিরতে পারতেন প্যাভিলিয়নে। বাউন্ডারি লাইনে থাকা নিতিশ কুমার রেড্ডি হাতে জমাতে পারেনি বল। বরুণ চক্রবর্তীকে স্লগ সুইপ করা হৃদয় ক্যাচ আউটের বদলে পেয়ে যান বাউন্ডারি।
লখনৌ সুপার জায়ান্টস জার্সিতে ১৭তম আইপিএলে গতির ঝড় তুলে তাক লাগিয়েছিলেন মায়াঙ্ক যাদব। অভিষিক্ত মায়াঙ্ক প্রথম ওভারেই পেয়েছেন মেইডেন। তাওহীদ হৃদয় ৬ বলে একটি রান করারও সুযোগ পাননি। ব্যাকফুটে থেকে ইনিংসের প্রথম পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ। ৬ ওভারে ২ উইকেটে ৩৯ রানের বেশি আসেন। তবে পাওয়ার প্লের পরের ওভারেই হৃদয়কে ফিরে যেতে হয় সাজঘরে। বরুণের ওভারে জীবন পাওয়া হৃদয় এবার ফিরলেন বরুণের শিকার হয়েই। ১২ রানে থাকা হৃদয় মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়েছেন হার্দিক পান্ডিয়ার হাতে।
বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে গেলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মায়াঙ্ক যাদবকেকে আন্তর্জাতিক ক্রিকেটে ‘প্রথম উইকেটে’র স্বাদ পাইয়ে দিলেন মাহমুদউল্লাহ। মায়াঙ্কের বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে ডিপ কভারে ক্যাচ দিলেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ২ বল খেলা মাহমুদউল্লাহ রিয়াদ রান পেয়েছেন কেবল ১। জাকের আলি অনিকও স্বস্তি এনে দিতে পারেননি দলকে। বরুণ চক্রবর্তীর স্পিনে হারান স্টাম্প। ৫৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশ ৬৪-৫।
থিতু হয়েও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। ২৭ বল খেলে রান করেছেন ২৫। ওয়াশিংটন সুন্দর বল হাতে নিজের প্রথম ওভার করতে এসে ফিরতি ক্যাচ বিদায় করেন শান্তকে। রিশাদকে হার্দিকের হাতে ক্যাচ বানিয়ে নিজের তৃতীয় শিকার করলেন বরুণ। ৫ বলের ছোট ইনিংসে ১ চার ১ ছয়ে ১১ রান আসে রিশাদের ব্যাট থেকে। ১২ রানের ইনিংস খেলে রান আউটের ফাঁদে পড়েন তাসকিন। শরিফুল ইসলাম শূন্যতেই হয়েছেন বোল্ড।