বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৩ উইকেটে ১০৬ রান করতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়া নারীরা। সেই সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মেয়েদের।
সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যায় বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে কোনো রান করার আগেই উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে সাথী রানি ও সোবহানা মোস্তারি মন্থর জুটিতে ৪৫ বল থেকে বসে মাত্র ৩৬ রান। সাথী ১ চার ও ১ ছক্কায় ৩০ বলে ১৯ রান করে আউট হন। সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা নিয়ে তৃতীয় উইকেটে গড়েন আরো একটি মন্থর জুটি। এই জুটি থেকে আসে ৫৬ বলে ৪৫ রান।
৪৩ বলে ৩৮ রান করে আউট হন সোবহানা মোস্তারি। নিগার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩২ রান করে। স্বর্ণা ৭ বলে অপরাজিত থাকেন ৪ রান করে। নির্ধারিত ওভারে বাংলাদেশের মোট সংগ্রহ দাড়ায় ১০৬ এ।
১০৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দলীয় ২৩ রানে আউট হন ওপেনার লরা ভলভার্ট। এরপর দ্বিতীয় উইকেটে আনিকা বশ ও তাজমিন ব্রিটস গড়েন ৫৩ রানের দুর্দান্ত জুটি। এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
আনিকা বশ করেন ২৫ রান। তাজমিন ব্রিটস থামেন ৪২ রানে। মারিজান কাপ ও ক্লয়ি ট্রাইয়ন মিলে ১৬ বল আগেই শেষ করেন ম্যাচ। সেই সাথে প্রোটিয়া নারীরা জয় পায় ৭ উইকেটে।