Image

অস্ট্রেলিয়ার আঘাত ভারতকে দিয়ে ভুলতে চায় বাংলাদেশের মেয়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার আঘাত ভারতকে দিয়ে ভুলতে চায় বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার আঘাত ভারতকে দিয়ে ভুলতে চায় বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার আঘাত ভারতকে দিয়ে ভুলতে চায় বাংলাদেশের মেয়েরা

সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ–ভারত নারী টি–টোয়েন্টি সিরিজ। নয় মাস পর আবারও টি–টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। গত বছর টি–টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটের মাটে নিগার সুলতানার দল করছে ভালো ফলাফলের প্রত্যাশা। অস্ট্রেলিয়ার কাছে ভরাডুবি ভুলে নিজেদের আগে ফর্মে ফিরতে মরিয়া টাইগ্রেসরা। 

গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২–১ ব্যবধানে। গত বছর বাংলাদেশ-ভারতের লড়াই ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি বিতর্কও জন্ম দিয়েছিল বেশ। বছর ঘোরার আগেই সেই দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। 

সবশেষ ঘরের মাঠে সীমিত ওভারের দুই সংস্করণে অজি মেয়েদের কাছে ছয়টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। ভারত সিরিজে ভালো খেলে আগের সিরিজের মন খারাপ পারফর্ম্যান্স ভুলতে চায় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সংবাদ সম্মেলনে বললেন, 

'গত ছয়-সাত মাস যেভাবে ভালো খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু হলেও পিছিয়ে এসেছি। মানুষেরও আমাদের থেকে যে প্রত্যাশা ছিলো, তা একটু হলেও মলিন হয়েছে আমাদের জন্য। এই জিনিসটা (প্রত্যাশা) আবার ফেরাতে  করাতে পারি এটাই চাওয়া। আমাদের দলটা এত হাইলাইটেড না। মানুষের ভালোবাসা ও মিডিয়া সাপোর্টে এই পর্যন্ত এসেছি। সেই ভাইব যেন আবার নিয়ে আসতে পারি সেটাই চাওয়া থাকবে।'

বাংলাদেশের মেয়েদের জাতীয় দল এই প্রথম খেলতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে।  অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আশা, সেখানেই ফলটা পাবেন তাঁরা। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে বলেছেন, 

'দ্বৈরথের কথা যেটা বললেন আগে যা হয়েছে হয়েছে। আমরা আগে থেকে অনেক পরিণত দল। সেজন্যই তারাও আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেয়। ভারত ভালো দল, পুরো শক্তি নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে এই দলটাই খেলবে। ভারতের মতন দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলতে হবে। আমাদের জন্য বড় সুযোগ। সিলেটের মাঠে হয়ত অনেক বড় অর্জন নেই। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাল্লাহ এগুবো।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three