Image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার দরজা বন্ধ, স্বপ্ন পূরণ হচ্ছে না ওয়ার্নারের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার দরজা বন্ধ, স্বপ্ন পূরণ হচ্ছে না ওয়ার্নারের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার দরজা বন্ধ, স্বপ্ন পূরণ হচ্ছে না ওয়ার্নারের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার দরজা বন্ধ, স্বপ্ন পূরণ হচ্ছে না ওয়ার্নারের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়েছেন আরো আগেই। তারমানে আন্তর্জাতিক ক্রিকেটের পর্ব এরিমধ্যে শেষ করে ফেলেছেন ওয়ার্নার। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে  খেলতে চাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ার্নারকে এখন অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন তারা।

একটি ইন্সটাগ্রাম পোস্টে ওয়ার্নার লিখেছিলেন, "আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছু দিন খেলব। যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলব।" তবে ওয়ার্নার যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না তা এবার নিশ্চিত হওয়া গেলো।  সোমবার স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণার পর বেইলি নিশ্চিত করে দিলেন, জাতীয় দলে আর বিবেচনা করা হবে না ওয়ার্নারকে।

“আমাদের উপলব্ধি হচ্ছে ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছে। তিন সংস্করণেই দুর্দান্ত ক্যারিয়ারের জন্য তার প্রশংসা করা উচিত। নিশ্চিতভাবেই, আমাদের পরিকল্পনা হচ্ছে সে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে না।”

বেইলি আরো বলেন, “কখন সে মজা করছে আপনি জানেন না। মনে হয় সে শুধু একটু বাজিয়ে দেখছে। চমৎকার একটা ক্যারিয়ার তার…কিন্তু দলের কথা চিন্তা করে সামনের যাত্রার জন্য ভিন্ন খেলোয়াড়দের দিকে যাওয়াটাই রোমাঞ্চকর হবে।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three