Image

যেভাবে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যেভাবে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

যেভাবে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

যেভাবে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

দ্বিতীয় দফায় পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর।

দ্বিতীয় দফায় অধিনায়কত্বের মেয়াদ ১ বছরও হয়নি। এরমধ্যেই বাবরকে শুনতে হয়েছে অনেক সমালোচনা। শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়তেই হলো তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বাবর জানান, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সেই পোস্টে বাবর লেখেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়ে প্রথমবার অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর। তারপর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব গ্রহন করেন তিনি। তবে সেখানেও ব্যর্থ। লম্বা সময় কাজ না করে তাই হয়তো আবারো সরে দাড়াতে হলো তাকে।

Details Bottom