Image

অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধা অনেক, তাই তফাতটা অনেক বেশি: নিগার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধা অনেক, তাই তফাতটা অনেক বেশি: নিগার

অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধা অনেক, তাই তফাতটা অনেক বেশি: নিগার

অস্ট্রেলিয়ার সুযোগ-সুবিধা অনেক, তাই তফাতটা অনেক বেশি: নিগার

ওডিআই সিরিজ হারের পর আগামীকাল থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, দলের আত্মবিশ্বাস ফেরানো হবে সবচেয়ে বড় দায়িত্ব। সংবাদ সম্মেলনে আরো বললেন, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পার্থক্য হওয়া সম্ভব নয়।

অস্ট্রেলিয়া, তাদের ক্রিকেটারদের জন্য সুযোগ-সুবিধার নানা ব্যবস্থা করে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। নারী ক্রিকেটারদের জন্যেও একইরকম। বোর্ড থেকে যেসব আয়োজন ক্রিকেটারদের জন্য থাকে, বাংলাদেশের জন্য তা অপ্রতুল। সে আলোচনা কথায় কথায় তুললেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

পার্থক্যের প্রসঙ্গ আসায় জ্যোতি বলেন,ওদের যে সুযোগসুবিধা– পার্থক্য অনেক অনেক বেশি।”

“ওদের সঙ্গে আমাদের পার্থক্যই চলে না। ওদের সঙ্গে খেলিনা আমরা। ওরা যেভাবে ক্রিকেট খেলে, যে ওয়েতে, ওদের যে সুযোগসুবিধা– পার্থক্য অনেক অনেক বেশি।”

ওয়ানডে সিরিজে যেসব ভুল হয়েছে সেসব থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ। সেখান থেকে ২০ ওভারের সিরিজে ভালো করার প্রত্যয় আছে জ্যোতিদের। তবে মূল চ্যালেঞ্জ অন্য জায়গায়। যা অধিনায়কের কথায় পরিষ্কার। তিনি জানালেন, দলের আত্মবিশ্বাস কিছুটা কমেছে। ফলে দল হিসেবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাও হবে এই সিরিজের কাজ।

“আমার এ মুহুর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ, এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদেরই দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কীভাবে ফেরানো যায়।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three