অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 31 মিনিট আগে
অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার

অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার

অ্যাশেজে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার

ক্রিকেটের মর্যাদাপূর্ন লড়াই অ্যাশেজ। আর সেই অ্যাশেজে কাটা  দিয়ে কাটা তুললো অস্ট্রেলিয়া। টেষ্ট ক্রিকেটে ইংল্যান্ডের আক্রমণাত্মক স্টাইল 'বাজবল' তত্ত্বেই মাত্র ২ দিনেই ৮ উইকেটের বিশাল জয় পেল অস্ট্রেলিয়া। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

টেষ্টে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে বেশ সাড়া ফেলেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। তবে, অস্ট্রেলিয়া যেন সেই তত্ত্বের পুরো ফায়দাটাই লুফে নিল। দ্বিতীয় দিনে বাইশ গজে রীতিমতো তান্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০৫ রানের লক্ষ তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক অস্ট্রেলিয়া।

এদিন ট্রাভিস হেড খেলেন ৮৩ বলে ১২৩ রানের এক ঝড়ো ইনিংস। মাত্র ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান তিনি।

ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না এভাবে শেষ হতে পারে ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ লড়াই। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ড ১ম ইনিংসে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও তেমন সুবিধা করে উঠতে পারেনি গুটিয়ে যায় মাত্র ১৩২ রানেই।

৪০ রান লিড নিয়ে শুরু করা ইংল্যান্ড ২য় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারে নি। ১৬৪ রানে অলআউট হয়ে ফিরলে অস্ট্রেলিয়ার লক্ষ দাঁড়ায় ২০৫ রানে। সংখ্যার বিচারে রানটা অতটা কঠিন না মনে হলেও ১ম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে তাই শঙ্কা তৈরি করে অস্ট্রেলিয়ার শিবিরে। তবে সব শঙ্কা রীতিমতো উড়িয়ে দিয়ে ঝড়ো সেঞ্চুরিতে দলকে জয়ের দোরগোরায় নিয়ে যান হেড। মাত্র ২ উইকেট হারিয়েই জয়  অস্ট্রেলিয়ায়। এদিন অবশ্য হাফ সেঞ্চুরি পান ল্যাবুশেনও।

তবে হেডের অনবদ্য ইনিংস সব আলো কেঁড়ে নিলেও অস্ট্রেলিয়ার বোলারদের বাহবা দিতেই হবে। বিশেষ করে মিচেল স্টার্কের বোলিং তান্ডবে রীতিমতো ভেঙে গুড়ো হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করেন তিনি।

 ১ উইকেটে ৬৫ রান করে লাঞ্চ ব্রেকে যায় ইংল্যান্ড। এর পরের গল্পটা পুরো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের। মাত্র  ১১ ওভারে ৩৯ রান যোগ করতেই ইংল্যান্ডের ৬ উইকেটের পতন ঘটে। মাত্র ৬ বলের মাঝেই কোন রান না করেই একে একে সাজঘরে ফেরেন অলি পোপ, হ্যারি ব্রুক এবং জো রুটের মতো তারকা ব্যাটাররা।তেমন বড় কোন জুটিই আর গড়তে পারেনি ইংল্যান্ড।

ট্রাভিস হেডের ইতিহাস গড়ার দিনে আরো এক ইতিহাসের সাক্ষী হয়েছে অ্যাশেজ ১৯২১ সালের পর এই প্রথম অ্যাশেজের কোন টেস্ট মাত্র দুই দিনে শেষ হলো।আগামী ৪ ডিসেম্বর, সিরিজের ২য় টেস্টে ব্রিজবনে মুখোমুখি হবে দুই দল।