Image

হেডিংলি জয়ে টানা ১৪ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হেডিংলি জয়ে টানা ১৪ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

হেডিংলি জয়ে টানা ১৪ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

হেডিংলি জয়ে টানা ১৪ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৫০ ওভারি ফরম্যাটে যেন অপরাজেয়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়া অজিরা এই ফরম্যাটে টানা ১৪ ম্যাচ হারেনি। 

ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। যেখানে প্রথম অবস্থানেও আছে অস্ট্রেলিয়ার নাম। ২০০৩ সালে টানা ২১ ওয়ানডে জিতেছিল রিকি পন্টিংয়ের দল। 

নারী-পুরুষ মিলিয়ে এই রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়া নারী দলের। ২০১৮ থেকে ২০২১ এর মধ্যে ২৬ টি ম্যাচ জিতেছিল তাঁরা। 

২০২৩ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও এরপর অজিরা আর পেছনে ফিরে তাকায়নি। টানা ৯ ম্যাচ জিতে তাঁরা জিতে নেয় শিরোপা। 

এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ের সংখ্যা ১২ তে নিয়ে যায় তাঁরা। ইংলিশদের বিপক্ষে ২ ম্যাচ জিতে যা এখন দাঁড়িয়েছে ১৪ তে। ২০২৩ এ টানা ১৩ ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। 

পুরুষদের ক্রিকেটে টানা ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড 

১. অস্ট্রেলিয়া- ২০০৩ সালে ২১ টি
২. অস্ট্রেলিয়া- ২০২৩-২৪ সালে ১৪* টি
৩. শ্রীলঙ্কা- ২০২৩ সালে ১৩ টি
৪. দক্ষিণ আফ্রিকা- ২০০৫ সালে ১২ টি
৫. পাকিস্তান- ২০০৭-০৮ সালে ১২ টি 
৬. দক্ষিণ আফ্রিকা- ২০১৬-১৭ সালে ১২ টি। 

উল্লেখ্য, শনিবার হেডিংলিতে অস্ট্রেলিয়াকে শুরুতে নাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। তবে অ্যালেক্স ক্যারির ৬৭ বলে ৭৪ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ২৭০ অব্দি যেতে পারে। 

জবাব দিতে নামা ইংলিশ ব্যাটারদের কাছে অজি পেসারদের জবাব ছিল না। ৬৫ রানেই তাঁরা ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে জেমি স্মিথ (৪৯) ও লেজের ব্যাটারদের কল্যাণে কোনমতে ২০০ পার করে ইংলিশরা। ৪০.২ ওভারে ইংল্যান্ড ২০২ রানে অলআউট হলে ৬৮ রানের জয় পায় অজিরা। 

৫ ম্যাচ সিরিজের ৩য় ওয়ানডে মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর চেস্টার লি স্ট্রিটে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three