টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ঃ মার্শকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ঃ মার্শকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ঃ মার্শকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অধিনায়ক হিসাবেই আছেন মিচেল মার্শ। তবে বরাবরই তাঁর ইনজুরি নিয়ে প্রশ্ন থাকে, তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে থাকে শঙ্কা।
তবে সেই শঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। পুনর্বাসন প্রক্রিয়ায় একটু পিছিয়ে থাকলেও ৫ জুন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওমানের বিপক্ষে ম্যাচের আগে মিচেল মার্শ ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন তিনি।
চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ দিল্লি ক্যাপিটালসকে প্রতিনিধিত্ব করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিচেল মার্শ। টুর্নামেন্ট ছেড়ে উড়ে যান অস্ট্রেলিয়া, শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া।
বিশ্বকাপ স্কোয়াডে আছেন এমন অজি ক্রিকেটারদের মধ্যে যারা আইপিএল খেলছেন না তাঁরা ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন শুরু করেছেন। সেখানে নেটে মার্শকে ব্যাট করতে দেখা গেছে।
মার্শের অবস্থা সম্পর্কে ম্যাকডোনাল্ড গণমাধ্যমকে জানান, 'সে ভালোভাবে সেরে উঠছে। যেমনটা আশা করেছিলাম তাঁর চেয়ে অবশ্য একটু ধীরে। তবে যেহেতু সে আইপিএলে খেলছে না তাই আমাদের হাতে অনেক সময় আছে।'
'আমাদের প্রথম খেলা মাঠে গড়াতে এক মাসের কম সময় বাকি। তাই তাঁর প্রস্তুত হতে অনেক সময় আছে।'
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।