অলরাউন্ডার মার্কাস স্টয়নিস জেতালেন অস্ট্রেলিয়াকে
অলরাউন্ডার মার্কাস স্টয়নিস জেতালেন অস্ট্রেলিয়াকে
অলরাউন্ডার মার্কাস স্টয়নিস জেতালেন অস্ট্রেলিয়াকে
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। ওমানকে ৩৯ রানে হারিয়ে নামিবিয়াকে সরিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে এখন অজিরা। অন্যদিকে টানা ২ হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত ওমানের।
ম্যাচ শুরু হওয়ার আগেই ফলফল ছিলো অনুমেয়। ওমানের বিপক্ষে পরিস্কার ফেভারিট হিসেবেই মাঠে নামে অস্ট্রেলিয়া। কিন্তু রান করতে বেশ বেগ পেতে হয় অজিদের।
শেষ পর্যন্ত ওয়ার্নার-স্টয়নিসের ব্যাটিংয়ের উপর ভর করে স্কোরবোর্ড সমৃদ্ধ করে অজিরা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা করে ১৬৪ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমান। ফলে ৩৯ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস।
ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড শুরুটা করেন দেখেশুনে। পরে আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে গিয়েই ১২ রানে ফিরে যান ট্রাভিস হেড। পরবর্তীতে মিচেল মার্শ ও ওয়ার্নার মিলে উইকেটে থিতু হলেও চেপে ধরেছিলেন ওমানের বোলাররা। ব্যাট চালাতে বেগ পেতে হচ্ছিলো অজি ব্যাটারদের।
অস্ট্রেলিয়ার দলীয় ৫০ রানের ঘর পার হতে বল খেলতে হয় ৪৮টি। মার্শের বিদায়ের পর কোনো রান না করেই বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ওয়ার্নারের সঙ্গে এসে জুটি বাঁধেন মার্কাস স্টয়নিস। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে মাতিয়ে তোলেন গ্যালারি স্টয়নিস।
মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন স্টয়নিস। অন্যদিকে ওয়ার্নার ফিফটি করতে খেলেন ৪৬ টি বল। চতুর্থ উইকেটে ওয়ার্নার-স্টয়নিস মিলে গড়েন ১০০ রানের জুটি। ওয়ার্নার ৫৬ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। এরপর ক্রিজে এসে ৪ বলে ৯ রানের ছোট্ট ক্যামিও খেলেন টিম ডেভিড। এতে ২০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়ায় ১৬৪ রান।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওমানের। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। এরপর ২য় উইকেট জুটিতে কাশ্যপ প্রজাপতিকে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক আকিব ইলিয়াস।
দলীয় ২৩ রানের মাথায় প্রজাপতির বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় ওমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমান। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন আয়ান খান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্কাস স্টয়নিস।
ব্যাটে বলে অবদান রেখে ম্যাচসেরার পুরষ্কার পান স্টয়নিস।