অস্ট্রেলিয়ায় শিরোপা জেতা হলো না বাংলাদেশ এইচপির
অস্ট্রেলিয়ায় শিরোপা জেতা হলো না বাংলাদেশ এইচপির
অস্ট্রেলিয়ায় শিরোপা জেতা হলো না বাংলাদেশ এইচপির
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ এইচপি দলকে রীতিমতো উড়িয়ে দিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। বোলারদের ব্যর্থতায় টার্গেট দাঁড়ায় ১৭০ রানে। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও পরে খেলার নিয়ন্ত্রণ নেয় অ্যাডিলেডের বোলাররা। ফের ব্যর্থ হলো টপ অর্ডার, নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। তাই লক্ষ্যের কাছাকাছিও যাওয়া হয়নি। চরম ব্যর্থতার ফাইনালে বাংলাদেশ এইচপি গুটিয়ে গেছে ১৩৭ রানে।
৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি হয়েছে রানার আপ। শিরোপা নির্ধারণী ম্যাচে এইচপির ব্যাটাররা এনে দিতে পারেননি স্বস্তি। বাংলাদেশের পুরো ব্যাটিং অংশে ছিল কেবলই হতাশা। আগামীকাল দেশে ফিরে আসবে আকবর আলির নেতৃত্বাধীন দল। বাংলাদেশি বোলারদের মধ্যে ফাইনালেও জোড়া উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। ৮ ম্যাচে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করা রিপন সিরিজের সেরা বোলার।
টসে হেরে আগে ব্যাট করা অ্যাডিলেড স্ট্রাইকার্স ২০ ওভারে সংগ্রহ করে ১৬৯ রান, হারিয়েছে ৭ উইকেট। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা বেশ দেখে-শুনেই করেন বাংলাদেশ এইচপির দুই ওপেনার। তবে ইনিংসের পঞ্চম ওভারে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নে ফেরত যান জিশান আলম। তিনে নামা পারভেজ হোসেন ইমন হয়েছেন পুরোপুরিভাবে ব্যর্থ। ৬ বল খেলা ইমন ৩ রানের বেশি করতে পারেননি।
থিতু হয়ে যাওয়া ওপেনার তানজিদ হাসান তামিমও বড় ইনিংসের দেখা পাননি। জর্ডান বাকিংহামের বাউন্সারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যক্তিগত ৩৫ রানে তামিম হয়েছেন ক্যাচ। অধিনায়ক আকবর আলি হয়েছেন ডাক। ক্রিজে এসেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া শামীম হোসেন পাটোয়ারী পরের বলেই হারান স্টাম্প।
ফাইনালের মতো ম্যাচে দেখা গেল বাংলাদেশ এইচপির মিডল অর্ডারের অসহায়ত্ব। আফিফ হোসেন ধ্রুব ১৩ বলে ১৮ রান নিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। দলীয় ৮৩ রানে বাংলাদেশ এইচপি হারায় তাদের ৬ষ্ঠ উইকেট। এরপর লেগ বিফোরের ফাঁদে পড়েন আবু হায়দার রনি। একে-একে ১১, ১২, ১৩ ও ১৪তম ওভারের মধ্যে বাংলাদেশ হারায় ৫ ব্যাটারকে। আর তাতেই ফাইনাল হারের শঙ্কা আরও বাড়তে থাকে।
১৭০ রানের লক্ষ্যের ম্যাচে ব্যাটিংয়ের এক পর্যায়ে ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল এইচপি। বাংলাদেশকে সেমিফাইনাল ও ফাইনালে তোলা মাহফুজুর রহমান রাব্বি তখনও ক্রিজে। কিন্তু বাড়তে থাকে রানের সাথে বলের ব্যবধান। শেষদিকে ৬ বলে ১২ রানের ক্যামিও আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে। বাংলাদেশ এইচপি গুটিয়ে যায় ১৩৭ রানে, ৩২ রানে জিতে চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স।