বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিল পাকিস্তান শাহীনস
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 4 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
5
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিল পাকিস্তান শাহীনস
বাংলাদেশকে পাহাড়সম রানের টার্গেট দিল পাকিস্তান শাহীনস
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দেখাল ব্যাটিং দাপট। প্রথম ম্যাচ জিততে হলে ২০ ওভারে বাংলাদেশ 'এ' দলকে করতে হবে ২২৮ রান।
নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে বোলিংয়ে নামে। শাহীনসের দুই ওপেনারের ব্যাটিং ঝড়ে শুরুর দশ ওভারে কোনপ্রকার সুযোগই পায়নি টাইগার বোলাররা। ইনিংসের ১২তম ওভারে গিয়ে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে খাজা নাফের রান আউটে বাংলাদেশের মিলে স্বস্তি।
ততক্ষণে অবশ্য স্কোরবোর্ডে ১১৮ রান পাকিস্তানের। প্যাভিলিয়নে ফেরার আগে ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলে যান খাজা নাফে। পরের ওভারেই বাংলাদেশ তুলে নেয় আরেক ওপেনার ইয়াসির খানকে। মাহফুজুর রহমান রাব্বির ডেলিভারিতে সোহানের গ্লাভসে ক্যাচ হওয়ার আগে তার ব্যাট থেকে রান আসে ৪০ বলে ৬২।
দুই ওপেনারের মতো ঝড়ের গতিতে ফিফটি পেয়েছেন তিনে নামা আবদুল সামাদও। ৫টি ছক্কা ও ১ চারে ২৩ বলেই পৌঁছে যান ফিফটিতে। সাইফ হাসানের ১ ওভারেই হাঁকিয়েছেন ৪টি ওভার বাউন্ডারি। ম্যাচে এই একটি মাত্র ওভার করতে আসা সাইফ রান হজম করেছেন মোট ২৬।
১৮৮ রানের ৩য় উইকেট হারানোর পর ১৭.৪ ওভারেই ২০০ রান ছুঁয়ে ফেলে পাকিস্তান শাহীনস। আবদুল সামাদের সাথে শেষদিকে ব্যাট হাতে ক্যামিও খেলেন ইরফান খান। ইনিংসের শেষ ওভারে হাসান মাহমুদের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১২ বলে করেন ২৫ রান।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২২৭ রান স্কোরবোর্ডে জমা করেছে পাকিস্তান শাহীনস। ২৭ বলে ৫৬ রানের ইনিংসে অপরাজিত থাকেন আবদুল সামাদ।
