মিরপুরে আকস্মিক বিক্ষোভ, বিসিবিকে ঘিরে উত্তেজনা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
মিরপুরে আকস্মিক বিক্ষোভ, বিসিবিকে ঘিরে উত্তেজনা
মিরপুরে আকস্মিক বিক্ষোভ, বিসিবিকে ঘিরে উত্তেজনা
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ের সামনে আজ দুপুরে হঠাৎই সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। মধ্যাহ্নের ব্যস্ত সড়ক যখন স্বাভাবিক তালেই চলছিল, ঠিক তখনই একদল মানুষ মিছিল নিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। তাদের আকস্মিক উপস্থিতি ও উচ্চস্বরের স্লোগান মুহূর্তেই আশপাশে তৈরি করে কৌতূহল ও অস্থিরতা।
দুপুর ১২টার দিকে শখানেক বিক্ষোভকারী এসে জড়ো হন বিসিবি কার্যালয়ের সামনে। আগের দিন পদত্যাগ করা বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সহসভাপতি ফারুক আহমেদকে ঘিরে তারা তীব্র স্লোগান দেন।
বিক্ষোভকারীরা নিজেদের পরিচয় গোপন রেখে আক্রমণাত্মক স্লোগান তোলেন। তাদের স্লোগানের ধরন থেকেই বোঝা যাচ্ছিল, ক্ষোভের মাত্রা বেশ প্রবল।
তারা একদফা চিৎকার করে বলেন,
“আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান”, “দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না”, “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।”
তাদের এই স্লোগানের সময় সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়।
এই মিছিল ছিল সম্পূর্ণ ব্যানারবিহীন। বিক্ষোভকারীদের কোনো সংগঠনের পরিচয় চোখে পড়েনি। তাদের উদ্দেশ্য জানতে চাইলে মিছিলের সামনের সারিতে থাকা একজন তরুণ বলেন,
“এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।”
তিনি দাবি করেন, তারা ‘স্থানীয় সাধারণ জনগণ’। তবে তাদের পরিচয় বা সংগঠনের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।
আসিফ মাহমুদের পদত্যাগের ঠিক পরদিনই কেন এই মিছিল এ প্রশ্নে বিক্ষোভকারীরা নির্দিষ্ট উত্তর দিতে পারেননি। তবে তাদের অভিযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল দুর্নীতি তদন্ত। তারা বলেন,
আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে কোনো স্লোগান শোনা যায়নি। এ বিষয়ে প্রশ্ন করলে বিক্ষোভকারীরা জানান,
আমিনুলের বিরুদ্ধে এখনো নেতিবাচক কিছু শোনেননি। তাদের ভাষায়, আরও কিছুদিন গেলে হয়তো বুঝতে পারবেন।
ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান কেন জিজ্ঞেস করলে বিক্ষোভকারীরা বলেন,
“সিন্ডিকেটের মূল হোতা” তিনি ও আসিফ।
তবে যখন সাংবাদিকেরা মনে করিয়ে দেন যে বিসিবির বর্তমান সভাপতি ফারুক নন, তখন তারা কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারেননি যা তাদের দাবির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।
ঘটনার সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। তবে বিক্ষোভকারীরা কার্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়াননি; তারা শুধু সামনের রাস্তা ধরে প্রায় দশ মিনিট স্লোগান দিয়ে মিছিল করে চলে যান।
