চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়

চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়

চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে মাঝারি সংগ্রহ গড়লেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি চট্টগ্রাম।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রসিংটন। ৪১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। হাসান নওয়াজ করেন ৪৬ রান, আর শেষদিকে মারকুটে ব্যাটিংয়ে আমের জামাল ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রংপুরের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মুস্তাফিজুর রহমান।

১৭০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে লিটন দাসকে হারায় রংপুর রাইডার্স। শরিফুল ইসলামের বলে ১০ রান করে লিটন আউট হওয়ার আগে পূর্ন করেন টি-টোয়েন্টিতে ৬ হাজার রান। কাইল মেয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে দলটি। ২৫ বলে ৫০ রান করে আউট হন মেয়ার্স।

মাঝখানে ডেভিড মালান ৩০ রান করলেও চট্টগ্রামের বোলাররা নিয়মিত উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেন। শরিফুল ইসলাম দুটি উইকেট নেন।

তবে শেষদিকে চাপ সামলে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিডল অর্ডারের ব্যাটাররা। মাহমুদউল্লাহ রিয়াদ ৩০ এবং খুশদিল শাহ এর ২২ রানে জয়ের কাছাকাছি পৌছে যায় তারা।১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স।