পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
                                পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের নাম মানেই এক অধ্যায়। মাঠের পারফরম্যান্সে যেমন ছিলেন অনন্য, তেমনি মাঠের বাইরের ভূমিকা ও অবস্থানও তাঁকে করে তুলেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশে ফিরতে পারেননি সাকিব। বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পর্কের ছেদ পড়েছে তার।
রাজনীতিবিদ সাকিব ও ব্যক্তি সাকিব নিয়ে যত বিতর্কই থাকুক, ক্রিকেটার সাকিবের প্রতি ভালোবাসা অটুট অসংখ্য ভক্তের। দেশকে অসংখ্য জয়ের স্বাদ দেওয়া এই অলরাউন্ডারকে ভালোবাসেন অনেকেই, তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বিসিবি থেকে সাকিব আল হাসান সম্পর্কিত পোস্টার নিয়ে নেই কোনো নিষেধাজ্ঞা। তবুও সমর্থকরা কখনোই মাঠে প্রবেশ করতে পারেনা সাকিবের পোস্টার নিয়ে। এই নিয়ে সংবাদমাধ্যমে অনেক সংবাদ প্রচারিত হলেও উত্তর দিতে পারেননি কেউ।
সম্প্রতি স্টেডিয়ামে সাকিবের পোস্টার নিয়ে ঢুকতে না দেওয়া এবং এক পুলিশ কর্তৃক পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার পর বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেন আসিফ আকবর।
সংবাদসম্মেলনে আসিফ বলেন, "সাকিবকে আমি চিনি ছোটবেলা থেকে যখন সে বাংলাদেশ দলে ঢুকে। ১৭-১৮ বছর ধরে তাকে আমি চিনি, মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে সাকিবের পোস্টার ঢুকবে কি ঢুকবে না। সাকিবের প্রতি সফট কর্নার বাংলাদেশের জন্য। বাংলাদেশের একটা ব্র্যান্ড। পোস্টার নিয়ে ঢুকবে কিনা সেটা ডিসিপ্লিনারি কমিটি দেখবে।"
বিসিবি পরিচালকের এই মন্তব্য আবারও প্রমাণ করে যত বিতর্কই থাকুক না কেন, সাকিব আল হাসান এখনও বাংলাদেশের ক্রিকেটে এক অনন্য ব্র্যান্ড, যার নামেই জড়িয়ে আছে দেশের গর্ব ও আবেগ।
