নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ

নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ

নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বৃষ্টি দুই ঘণ্টা দেরি আনে, তবু ভারতের ব্যাটাররা ভয় দেখাননি। উদ্বোধনী জুটিতে শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানার ঝড়ো শুরু, মাত্র ৮ ওভারে ৫৮ রান তোলেন। শেফালির আক্রমণাত্মক স্ট্রোক এবং মান্ধানার নিখুঁত কভার ড্রাইভ দলকে শক্ত ভিত্তিতে পৌঁছে দেয়।


মধ্যবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা গতি কমলেও শেফালি একাই ইনিংসকে এগিয়ে নেন। ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ রান করে আউট হন। মধ্যবর্তী ব্যাটসম্যানরা বড় ইনিংস গড়তে না পারলেও ভারতের সংগ্রহ দৃঢ় ছিল।


শেষ দিকে দায়িত্ব নেন দীপ্তি শর্মা। স্থির, পরিণত ব্যাটিংয়ে ৫৮ রান যোগ করে দলকে ২৯৮ রানে পৌঁছে দেন। ঋচা ঘোষের ঝোড়ো ৩৪ রানের ইনিংসও ভারতের সংগ্রহকে সমৃদ্ধ করে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলাররা ফিরে আসলেও রান যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।


লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরু ধীর কিন্তু স্থির। লরা ওয়লভার্ট এবং তাজমিন ব্রিটস দেখেশুনে খেলছিলেন, তবে ৫১ রানে ব্রিটসের রানআউট এবং মিডল-অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় দলের ভিত দুর্বল হয়ে পড়ে। ওয়লভার্ট একাই ৯৮ বলে ১০১ রান করলেও দলের প্রয়োজনীয় স্কোর গড়তে পারেননি।


ম্যাচের মোড় আসে দীপ্তি শর্মার বোলিং স্পেলে। ৯.৩ ওভারে ৫ উইকেট নেয়ার পাশাপাশি শেফালি আরও দুটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে থামে এবং ভারতের জয় নিশ্চিত হয় ৫২ রানের ব্যবধানে।


শেফালির আগ্রাসন ও দীপ্তির স্থিরতা—এই দুই শক্তির সংমিশ্রণ ভারতের জয়ের গল্প তৈরি করে। 


ফাইনালের শেষে হরমানপ্রীত কৌর হাতে ট্রফি তুলে নেওয়া মুহূর্তে গ্যালারিতে প্রতিধ্বনিত হয় স্লোগান “চক দে ইন্ডিয়া!”। 


এই জয় শুধু একটি ম্যাচের নয়, বরং ভারতের নারী ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা।