রেকর্ড প্রাইজমানিতে নারী বিশ্বকাপ, বাংলাদেশ পেল কত

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 10 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রেকর্ড প্রাইজমানিতে নারী বিশ্বকাপ, বাংলাদেশ পেল কত

রেকর্ড প্রাইজমানিতে নারী বিশ্বকাপ, বাংলাদেশ পেল কত

রেকর্ড প্রাইজমানিতে নারী বিশ্বকাপ, বাংলাদেশ পেল কত

নারী ক্রিকেট বিশ্বকাপে আজই জানা যাবে নতুন চ্যাম্পিয়নের নাম। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা—যে দলই জিতুক, তাদের হাত ধরেই ইতিহাস গড়া হবে। কারণ দুই দলের কারোরই আগে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নেই। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে পুরস্কারের অঙ্কেও, যা এবার ছুঁয়েছে রেকর্ড উচ্চতা।

২০২৫ আইসিসি নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আগের আসর ২০২২ সালে যা ছিল মাত্র ৩৫ লাখ ডলার। এমনকি পুরুষদের ২০২৩ বিশ্বকাপেও মোট পুরস্কার ছিল কম—১ কোটি ডলার। এবার তাই নারী ক্রিকেটারদের জন্য এই আসর হয়ে উঠেছে সবচেয়ে সমৃদ্ধ টুর্নামেন্ট।

চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা), আর রানার্সআপের ভাগে পড়বে তার অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার। দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থানের দল পাবে ৭ লাখ করে, আর সপ্তম ও অষ্টম দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে।

বাংলাদেশ লিগ পর্বে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে। সে হিসেবে অবস্থানভিত্তিক পুরস্কার হিসেবে পাচ্ছে ২ লাখ ৮০ হাজার ডলার। অংশগ্রহণের জন্য নির্ধারিত ২ লাখ ৫০ হাজার ডলার তো আছেই। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ের জন্য বাংলাদেশ পাচ্ছে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার। সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি দাঁড়াচ্ছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার—যা টাকায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার।