জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 14 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে- 1
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে বড় প্রতিপক্ষ বৃষ্টি
- 2
স্মৃতির শহরে রায়ান কুক, সিলেটে ফিরেই আবেগে ভাসলেন ডাচ কোচ
- 3
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়

জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ম্যাচসেরা তাসকিন আহমেদ জানালেন, শুধু জয় নয়, এই ম্যাচ ছিল এশিয়া কাপের আগে নিজেদের যাচাই করার মঞ্চও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তবে এই জয় কেবল স্কোরলাইনের অর্জন নয়। বরং বড় আসরের প্রাক্কালে এই ম্যাচ হয়ে উঠেছে নিজেদের প্রস্তুতি যাচাইয়েরও মানদণ্ড বটে। অন্তত তাসকিন আহমেদের বক্তব্য তাই বলছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, "কন্ডিশন ভালো উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ডিউ ফ্যাক্টর ছিল চ্যালেঞ্জ বোলারদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে কম টোটালে ফিনিশ করতে পেরেছি। স্পোর্টিং উইকেট। সো ফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। চ্যালেঞ্জিং ছিল তবে উপভোগ করেছি।"
সেই চ্যালেঞ্জ নিয়েই চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই ডানহাতি পেসার। মাঠের পারফরম্যান্সের বাইরেও উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতির কথা, যেখানে রয়েছে ছন্দ, পরিকল্পনা এবং মানসিকতার অগ্রগতির কথা।
দীর্ঘ চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন। বললেন, এখনো নিজেকে পুরোপুরি ফিরে না পেলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিজের ফিরে আসা প্রসঙ্গে তাসকিন বলেন, "আলহামদুলিল্লাহ বেটার মাশাল্লাহ। চোট থেকে ফিরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু করছিলাম। ছন্দ একটু কষ্ট হচ্ছিল পেতে। এখন বেটার হচ্ছে। গত কয়েক সপ্তাহে কিছু কষ্ট করছি। আস্তে আস্তে বেটার হচ্ছে। এখনও লম্বা পথ বাকি। আরও বেটার হবে আশা করি। এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যেন সামনে আরও ভালো হতে থাকে ইনশাআল্লাহ।"
এই ম্যাচে ব্যাটিংয়ে অবদান রেখেছেন তিনে নামা অধিনায়ক লিটন দাস এবং মিডল অর্ডারে সাইফ হাসান। একদিকে লিটনের চার-ছক্কার ফুলঝুরি, অন্যদিকে সাইফের ব্যাটে-বলে সুনিপুণ অলরাউন্ড নৈপুন্য। যা দুই দিক থেকেই জোগাচ্ছে আত্মবিশ্বাস।
সিলেটের উইকেটে বাংলাদেশের এমন জয়ে তাসকিনের মূল্যায়ন, "হ্যাঁ মাশাল্লাহ সাইফের ভালো অবদান ছিল। বোলিংয়েও ২ উইকেট নিয়েছে। ব্যাটিংয়ে ভালো ফিনিশ করেছে। লিটনও ভালো করেছে। লিটনের ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি। এখন মাশাল্লাহ অনেক ভালো ফর্মে আসছে। ভালো ব্যাটিং করছে এটাও দেখছি। ধারাবাহিকতা থাকলে সামনে ভালো কিছু আসবে। স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক সাইড দিয়ে জিতা সম্ভব না। সবই লাগে। আমাদের জন্য ভালো ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় ভালো হচ্ছে।"
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বর্তমান মানসিকতা নিয়েও কথা বলেন তাসকিন। বলেন, কঠিন মুহূর্তেও এখন সবাই সবাইকে সাপোর্ট করেন, কাজ করছেন সৎভাবে।
"সবাই মাশাল্লাহ ভালো করছে। পরিশ্রম করছে। উন্নতি করার চেষ্টা সবার মাঝে আছে। টি-টোয়েন্টি মেইনলি ব্যাটারস গেইম। হঠাৎ করে একদিন কারও উপরে দিয়ে যায়। ভালো বোলারও হলেও মাইর খাইতেই থাকে। কারও খারাপ দিন যায়। ব্যাপার হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা। সবথেকে বড় জিনিস দলের সবাই সবাইকে অনেক ব্যাক করে। বুঝতে হবে আমাদের দল এমন সবাই আসলে ১৯-২০। সবাই সবাইকে সাপোর্ট করা জরুরি। কয়েক মাসে উন্নতি হয়েছে মাশাল্লাহ। সামনে ভালো কিছুই হবে ইনশাল্লাহ।"
বাংলাদেশ দলের বর্তমান রোল-ক্লিয়ারিটি ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েও বেশ আশাবাদী তাসকিন। দেশের এই স্পিডস্টারের ভাষ্য, "মেরিট অনুযায়ী খেলা। এটাই প্ল্যান থাকে টপ অর্ডারে সেট হলে ফিনিশ করে আসা। আলহামদুলিল্লাহ আজকে লিটন এটা করেছে।"
বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতি কেমন হচ্ছে? সে প্রশ্নের জবাবে তাসকিন বললেন, "আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হচ্ছে।"
সঙ্গে তাসকিন যোগ করেন, "প্রতি সিরিজই জিতার লক্ষ্যে খেলতে নামি। আগের ভুল যেন আর রিপিট না হয় সেভাবেই ট্রেনিং করছি। যার যেখানে উন্নতি করা দরকার। যে যার জায়গা থেকে, কোচ ম্যানেজমেন্ট সবাই সম্মিলিত হয়েই কাজ করছে। প্রসেস চললে আশা করি সামনে ভালো কিছু হবে।"
নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয় শুধু নেহায়েত একটি জয় নয়, বরং এশিয়া কাপের আগে প্রস্তুতির একটি মূল্যায়নও বটে। ছন্দে ফেরা, ব্যাটিং-বোলিং ভারসাম্য, মানসিক প্রস্তুতি ও টিম ওয়ার্ক। সব মিলিয়ে তাসকিন আহমেদের কণ্ঠেই ফুটে উঠেছে বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির রূপরেখা।