নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে- 1
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে বড় প্রতিপক্ষ বৃষ্টি
- 2
স্মৃতির শহরে রায়ান কুক, সিলেটে ফিরেই আবেগে ভাসলেন ডাচ কোচ
- 3
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 4
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 5
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?

নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। ভালো ফর্মে থাকা সত্ত্বেও তাকে মাঠে না দেখা নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন উঠেছে। তবে বিষয়টিকে খুব স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের ব্যাটিং কোচ সালাউদ্দিন।
তিনি বলেন, “দলে ১৬ জন থাকলেও একাদশে খেলানো যায় ১১ জনকে। যারা ম্যাচের জন্য সেদিন সবচেয়ে উপযুক্ত মনে হয়, তাদেরই বেছে নিতে হয়। নাসুম ভালো করছে, সেটা আমরাও দেখছি। কিন্তু প্রতিটি ম্যাচে সবাইকে খেলানো সম্ভব নয়।”
প্রথম ম্যাচে সিলেটে শিশিরের প্রভাব ছিল বেশ স্পষ্ট। ভেজা বল নিয়ে স্পিনারদের বোলিং করা সহজ নয়। এমন কন্ডিশন বিবেচনায় রেখেই হয়তো একাদশ গঠন করা হয়েছিল।
তবে নাসুমকে একাদশের বাইরে রাখার পেছনে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই বলেও জানান তিনি। “সবাই স্কোয়াডে থাকলেই যে সবাই একাদশে খেলবে, তা নয়। পরিকল্পনার সঙ্গে যাদের ভূমিকা মিলে যাবে, তারাই সুযোগ পাবে। এটা স্বাভাবিক,” বলেন সালাউদ্দিন।
জাতীয় দলের হয়ে নিয়মিতই স্কোয়াডে সুযোগ পাচ্ছেন নাসুম আহমেদ। তার পারফরম্যান্সও বেশ স্থিতিশীল। তবে এই সিরিজের প্রথম ম্যাচে কন্ডিশন ও দলের চাহিদা অনুযায়ী একাদশে জায়গা হয়নি তাঁর।