পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
2
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
3
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
4
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডব ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজ তারা প্রায় অতীত। কিন্তু তাদের পরবর্তীতে আর কোনো পান্ডব তৈরী হয়নি বাংলাদেশে। প্রথম আলো কে দেয়া এক সাক্ষাতকারে ক্রিকেটার সৌম্য সরকার বলেছেন, পরবর্তীতে পঞ্চপান্ডব না হওয়াতে তিনি খুশি।
সৌম্য বলেন, "পরবর্তী পঞ্চপাণ্ডব হয়নি, এটাতে আমি খুশি। আমি চাইও না যে পরবর্তীতেও কেউ আর পঞ্চপাণ্ডব হোক। কোনো পাণ্ডবই না হোক।"
কারণ ও ব্যাখ্যা করেছেন সৌম্য, "কারণ এতে টিমের ভেতরে ভাগ হয়ে যায়। আপনি মনে করছেন, পাঁচজন প্রপার আছে, কিন্তু সেই পাঁচজন তো একা খেলছে না। বাকি ৬ জন আছে ১১ জনে। কিন্তু ওরা ঢাকা পড়ে যায়। মানে, ওই পাঁচজনের বাইরে যদি কেউ ৩০ রানও করত, সেই ৩০ রানের কোনো মূল্য থাকত না। তাই আমি চাইও না যে আর কেউ এ রকম হোক।"
উদাহরণ দিয়ে এই ক্রিকেটার বলেন, "ধরুন, আমরা এখন পর্যন্ত একটাই ত্রিদেশীয় সিরিজ জিতেছি (সঙ্গে সঙ্গে উৎপল শুভ্র স্মৃতিচারণা করেন, ২০১৯ সালে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে সেই সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন সৌম্য সরকার)। আমার সঙ্গে সেই সিরিজে মোসাদ্দেকও ভালো খেলেছিল। কিন্তু আমাদের কোনো নাম হয়নি। আমি বলছি না আমাদেরই নাম হতে হবে। পারফর্ম করা সব প্লেয়ারেরই কাজ। কিন্তু ওই সময় কিন্তু মিডিয়া কোনো ক্রেডিট আমাদের দুজনকে দেয়নি। এ রকম ছোট ছোট কিছু কিছু থাকে। আমি এ জন্যই বলছি যে আপনি যখন কাউকে বড় বড় করে দেখাবেন, তখন আরেকজনের পারফরম্যান্সটা ঢাকা পড়ে যায়।"
অবশ্য বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপান্ডবের কৃতিত্ব দিতে ভোলেননি সৌম্য, "তাঁরা (পঞ্চপাণ্ডব) তো আমাদের দেশের জন্য লেজেন্ড, তাঁরা যে পারফর্ম করেছেন, এটা বাংলাদেশ কখনোই ভুলবে না। যেভাবে টিমকে তাঁরা এগিয়ে নিয়ে গেছেন...কিন্তু ওই যে বললাম, যখন সব সময় পঞ্চপাণ্ডব বলা হতো, ছয় নাম্বার কে আছে, সাত নাম্বার কে আছে, এটার হিসাব কেউ রাখত না।"
মুস্তাফিজুর রহমান সম্পর্কে সৌম্য বলেন, "ও মিডিয়ার সঙ্গে থাকে না, এটা হয়তো বা তার একটা বড় ব্যর্থতা। সে যদি মিডিয়ার সঙ্গে থাকত, আমার কাছে মনে হয়, তার ইয়েটা (তাঁকে নিয়ে আলোচনা) আরও অনেক বেশি থাকত।"
