কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন
-
2
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
3
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
4
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
মাঠে নামার ঠিক আগমুহূর্তে থেমে গেল এক নিবেদিত কোচিং জীবনের পথচলা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গন। খেলোয়াড় তৈরি থেকে শুরু করে জাতীয় দলের অনেক তারকার বেড়ে ওঠার পেছনে থাকা এই কোচের চলে যাওয়া যেন মাঠের বাইরেও গভীর শূন্যতা তৈরি করেছে।
হার্ট অ্যাটাকে মারা যাওয়া মাহবুব আলী জ্যাকির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। সতীর্থ কোচ, খেলোয়াড় এবং শিষ্যদের আবেগঘন বার্তায় উঠে এসেছে তাঁর সঙ্গে কাটানো স্মৃতি, মাঠে-ঘাটে দেওয়া অবদান আর মানবিক উপস্থিতির কথা।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাকির ছবি পোস্ট করে তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা তুলে ধরেন। শৈশব থেকে একজন ক্রিকেটার হিসেবে জ্যাকিকে চেনার অভিজ্ঞতা স্মরণ করে সাকিব লিখেছেন, "কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপচারিতার মধুর স্মৃতি আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"
ঢাকা ক্যাপিটালসের পেসার তাসকিন আহমেদও শোক প্রকাশ করেছেন আবেগঘন ভাষায়। দলের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লিখেছেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।"
এই মুহূর্তে বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করা লেগস্পিনার রিশাদ হোসেনও দূর থেকেই শোক জানাতে ভোলেননি। অনূর্ধ্ব-১৯ দলের সময়কার বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে রিশাদ লিখেছেন, "সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব ১৯ দলের একটা আলাদা ভালোবাসার যায়গা ছিলো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। সত্যিই আমরা আল্লাহর। আমরা তাঁর কাছেই ফিরে যাব।"
জাতীয় দলের আরেক পেসার শরিফুল ইসলাম জাকির সঙ্গে দীর্ঘদিনের পথচলার কথা স্মরণ করে লিখেছেন হৃদয়ছোঁয়া বার্তা। অনূর্ধ্ব-১৯ দল থেকে বিশ্বকাপ জয় পর্যন্ত তাঁর পাশে থাকার বিষয়টি তুলে ধরে শরিফুল লিখেছেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না–আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়; প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।"
শোক জানিয়েছেন জাতীয় দলের সাবেক নিয়মিত পেসার রুবেল হোসেনও। মাঠেই মৃত্যুর খবরকে হৃদয়বিদারক উল্লেখ করে তিনি লিখেছেন,"মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ, জাকি ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা অনিবার্য এই সংবাদটা খুবই হৃদয়বিদারক, আল্লাহতালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি নসিব করুন আমীন।"
