ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নোয়াখালীর ম্যানেজমেন্টের সাথে ভুল বোঝাবুঝিতেও ইতিবাচক দিক দেখছেন সুজন
-
2
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
3
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
4
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রিত বোলিং আর মাঝারি লক্ষ্য তাড়া করতে কার্যকর ব্যাটিংয়ে জয় তুলে নেয় ঢাকা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুতেই ধাক্কা খায় রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান সাহিবজাদা ফরহান। এরপর তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন, আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৪ রান। শেষদিকে মোহাম্মদ নাওয়াজ ২৬ রান করলেও ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানেই থামে রাজশাহী। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাও শুরুতে চাপে পড়ে। ওপেনার সাইফ হাসান দ্রুত ফিরে গেলেও আবদুল্লাহ আল মামুন ইনিংসের হাল ধরেন। ৩৯ বলে ৪৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেন উসমান খান (১৮) ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২)। শেষ দিকে বড় কোনো জুটি না হলেও প্রয়োজনীয় রান তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
রাজশাহির হয়ে বল হাতে আলো ছড়ান মোহাম্মদ নাওয়াজ, ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে তার পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকা ক্যাপিটালসের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
