শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারাল সিলেট

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 11 মিনিট আগে
শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারাল সিলেট

শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারাল সিলেট

শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারাল সিলেট

শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা ছড়িয়ে রাখা এক নাটকীয় লড়াইয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের চাপ সামলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ছিল নোয়াখালীর জন্য দুঃস্বপ্নের মতো। ইনিংসের শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে। মাত্র ৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেই ধাক্কা সামাল দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি ৫১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ দিকে জাকের আলীর ১৭ বলে ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান।

সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন খালেদ আহমেদ। নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া সাইম আইয়ুব নেন ২ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সেরও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন পারভেজ হোসেন ইমন। চাপের মুখে ৪১ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৩৩ রান।

শেষ দিকে মেহেদী হাসান রানার বলে পর পর উইকেট হারায় সিলেট। ম্যাচ যখন পুরোপুরি নোয়াখালীর নিয়ন্ত্রণে, তখন দৃশ্যপট বদলে দেন ইথান ব্রুকস। শান্ত মাথায় খেলতে থাকা এই অলরাউন্ডার ১৩ বলে ১৬ রান করে দলকে জয়ের একদম কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারের শেষ বলে এক রান তুলে ১ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স।

নোয়াখালীর হয়ে বল হাতে লড়াই চালিয়ে যান মেহেদী হাসান রানা, যিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। তবে শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলাতে না পারায় জয় ধরা দেয়নি তাদের হাতে।

এই জয়ের মাধ্যমে ২ ম্যাচের মধ্যে ১ টি জয় পেলো সিলেট টাইটান্স, আর শেষ বলের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।