রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যু, শোক প্রকাশ বিসিবির
-
2
কোচ জ্যাকির মৃত্যুতে সাকিব-তাসকিনদের শোকবার্তা
-
3
ইমাদের ঘূর্ণিতে রাজশাহিকে আটকে দিল ঢাকা, ৫ উইকেটে জয়
-
4
বিপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তান টিম ঘোষণা
-
5
মেলবোর্নে দুই দিনের অবিশ্বাস্য টেস্টে ইংল্যান্ডের চার উইকেটের জয়
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
মাঠের বাইরের অস্থিরতা পেছনে ফেলে আত্মবিশ্বাসী শুরু করেছিল চট্টগ্রাম রয়েলস। কিন্তু শক্তিশালী রংপুরের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ অনুশীলনে পাওয়া এক চোট কিছুটা উদ্বেগ বাড়িয়েছিল শিবিরে। সিলেটে প্রস্তুতি চলাকালীন মাথায় আঘাত পান দলের পেসার শরিফুল ইসলাম, যদিও শেষ পর্যন্ত স্বস্তির খবরই মিলেছে চট্টগ্রাম শিবিরে।
রোববার (২৮ ডিসেম্বর) বিপিএলে কোনো ম্যাচ না থাকায় সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামে চট্টগ্রাম রয়েলস। অনুশীলন সেশনের এক পর্যায়ে মাথায় আঘাত পান শরিফুল। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানান, শরিফুলের অবস্থা নিয়ে চিন্তার কিছু নেই। স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি এবং হাসপাতাল থেকে ফিরে ইতোমধ্যে তিনি টিম হোটেলে যোগ দিয়েছেন।
উল্লেখযোগ্য যে, বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ট্রায়াঙ্গেল গ্রুপ। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িত্ব নিয়ে নেয় দলটির পরিচালনার ভার। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থাকলেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে দারুণ শুরু করে চট্টগ্রাম রয়েলস। সেই ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শরিফুল ইসলাম। তিন ওভারে মাত্র ১৪ রান খরচায় দুটি উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন এই বাঁহাতি পেসার।
