Image

কোলকাতায় প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইংল্যান্ডের একাদশ ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোলকাতায় প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইংল্যান্ডের একাদশ ঘোষণা

কোলকাতায় প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইংল্যান্ডের একাদশ ঘোষণা

কোলকাতায় প্রথম টি-টোয়েন্টির আগের দিন ইংল্যান্ডের একাদশ ঘোষণা

বিশ্ব ক্রিকেটের দুই পাওয়ারহাউসের ম্যাচ আজ কোলকাতায়। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতে গত আগস্টের পর প্রথমবারের মতো খেলবেন ফাস্ট বোলার মার্ক উড। ইংল্যান্ডের পেস আক্রমণে জোফরা আর্চারের সাথে যোগ দেবেন উড। ওপেনার বেন ডাকেটকেও সেরা একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইডেন গার্ডেনে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য আগের দিনই ইংল্যান্ড তাদের প্লেয়িং একাদশ ঘোষণা করেছে। পেস আক্রমণে থাকবেন মার্ক উড, জোফরা আর্চার এবং গাস অ্যাটকিনসন।

বেন ডাকেট ফিল সল্টের সাথে ব্যাটিং শুরু করতে প্রস্তুত। ইংল্যান্ডের টেস্ট ওপেনার ডাকেট ছয় বছর পর টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ওপেন করবেন। সহ অধিনায়ক হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল এবং জেমি ওভারটন মিডল অর্ডার গঠন করবেন। 

প্লেয়িং ইলেভেনে আদিল রাশিদই একমাত্র ফ্রন্টলাইন স্পিনার, স্পিন-বোলিং অলরাউন্ডার লিভিংস্টোন এবং বেথেলও প্রয়োজনে ভূমিকা রাখবেন ম্যাচে। 

ভারত সিরিজ দিয়েই ইংল্যান্ডের লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম সাদা বলের দায়িত্ব শুরু করবেন। ভারত সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে ইংলিশরা।  

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একাদশ-

বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রাশিদ, মার্ক উড। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three