Image

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ; বিশ্বাস ফিল সিমন্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ; বিশ্বাস ফিল সিমন্সের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ; বিশ্বাস ফিল সিমন্সের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ; বিশ্বাস ফিল সিমন্সের

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড হাই স্কোরিং ম্যাচ হবে, প্রেডিকশন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে জিততে হলে ৩০০ এর বেশি রান করতে হবে। তিনি আত্মবিশ্বাসী দলের ব্যাটাররা নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের বিপক্ষে ৩০০ রান করতে পারবে। 

নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই এই ম্যাচটি খেলতে নামবে। ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে তারা হারিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তানকে। রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সবই নিউজিল্যান্ডের পরিচিত। প্রায় মাস খানেক ধরে পাকিস্তানে আছে বলে কিউইদের পক্ষেই যেন সব।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সুখকর স্মৃতি আছে গেল বছরেই, ভিন্ন ফরম্যাট হলেও বাংলাদেশ পরিচিত মাঠ বলে স্বস্তিতেই থাকবে। ২০২৪ সালে এখানেই তারা সাদা পোশাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে দেয় স্বাগতিক পাকিস্তানকে। এই প্রসঙ্গ আসতেই হেড কোচ উত্তর দেন, 'আমি আশা করি আত্মবিশ্বাস দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই আমি আশা করি এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।'

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, 'এটি বিশ্বের সেরা আট দলের মধ্যে প্রতিযোগিতা, তাই প্রত্যেকটি ম্যাচ কঠিন হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, ওরা ভালো খেলছে, তবে আগামীকাল নতুন দিন। আমরা চেষ্টা করব যাতে তারা আগের মতো ভালো খেলতে না পারে।'

বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী; বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, ‘বড় রানের মাঠ এটা। লাহোরে গতকাল দেখলেন কত রান হয়েছে। ৩০০+ হবে আশা করছি। গত ৫ ম্যাচে আমরা কয়েকবার ৩০০ পার করেছি। ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে। গত ম্যাচে শুরুটা ভালো করিনি তাই ২০০ এর আটকে গিয়েছি। ভালো শুরু পেলে সম্ভব।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three