Image

ভারত-পাকিস্তান লড়াইয়ে পাখির চোখ রাখছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত-পাকিস্তান লড়াইয়ে পাখির চোখ রাখছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান লড়াইয়ে পাখির চোখ রাখছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান লড়াইয়ে পাখির চোখ রাখছে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যা এই আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের একটি।‘এ’ গ্রুপে দু’দলের এটি দ্বিতীয় ম্যাচ। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। অন্যদিকে, ভারতের জন্যও এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য প্রতিটি ম্যাচই নির্ধারক। যদি বাবর-রিজওয়ানরা ভারতকেও হারাতে ব্যর্থ হয়, তাহলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে স্বাগতিকরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে চলে যাবে।

আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। ভারত-পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান সব দলের পয়েন্ট হবে ২। বাংলাদেশের জন্য সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কাগজে কলমে খানিক সম্ভাবনা বেঁচে থাকবে। সেজন্য শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয় আর ভারতের কাছে নিউজিল্যন্ডের বড় ব্যবধানের হার দরকার। রান রেটের হিসেব মিলিয়ে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন দেখতে পাবে টাইগাররা।

সুপার ফোরের টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পায় ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার।

পাকিস্তানের জন্য এই ম্যাচটি 'ডু-অর-ডাই'—কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হারার পর সেমিফাইনালে যাওয়ার আশা এখনও টিকিয়ে রাখতে হলে ভারতকে হারাতেই হবে পাকিস্তানকে।

সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের এই ম্যাচে জয় আবশ্যক, অন্যদিকে ভারতের জন্য এই জয় প্রায় নিশ্চিত করে দেবে শেষ চারে ওঠার পথ। আট দলের এই টুর্নামেন্টের সেমিতে পাকা করতে এই ম্যাচ জিততে চাইবে রোহিত অ্যান্ড কোম্পানি।

রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের সব ম্যাচ দুবাইয়ে হচ্ছে, যদিও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত-পাকিস্তানের মুখোমুখি হয়েছে ৫ বার। এর মধ্যে পাকিস্তান ৩ বার জিতেছে (২০০৪, ২০০৯, ২০১৭ ফাইনাল), আর ভারত ২ বার (২০১৩, ২০১৭ গ্রুপ পর্ব) । ২০১৭-এর ফাইনালে ১৮০ রানের জয় পাকিস্তানের জন্য একটি স্মরণীয় মুহূর্ত ছিল, যেখানে ফখর জামানের ১১৪ রানের ইনিংস এবং হাসান আলির বোলিং জয় এনেছিল । তবে, ২০২৩ ওয়ার্ল্ড কাপে ভারতের জয়ের পর এবার প্রতিশোধ নেওয়ার চাপ পাকিস্তানের উপরই বেশি।

দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউইয়র্কে। সেই ম্যাচে ভারত ৯ রানের জয় পেয়েছিল, যেখানে জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়ে (৩/১৪) ম্যাচ সেরার পুরস্কার জেতেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three