Image

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি নাকি নিউজিল্যান্ডের রিভেঞ্জের গল্প?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি নাকি নিউজিল্যান্ডের রিভেঞ্জের গল্প?

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি নাকি নিউজিল্যান্ডের রিভেঞ্জের গল্প?

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি নাকি নিউজিল্যান্ডের রিভেঞ্জের গল্প?

গত বছরই রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল আবার ফিরল সেই পরিচিত পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এবার অবশ্য ফরম্যাট ভিন্ন, আইসিসির মেগা টুর্নামেন্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড; তবুও টাইগাররা রাওয়ালপিন্ডির ২০২৪ এর টেস্ট জয়ের স্মৃতি প্রেরণা হিসেবে কাজে লাগাতে চাইবে। 

দুবাইয়ে প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের হারের পর বাংলাদেশ যে পরিমাণ সমালোচনায় জর্জরিত, এই জবাবটা দিতে পারবে কি না? ভঙ্গুর বাংলাদেশও হয়ে এই নিউজিল্যান্ড ম্যাচে হয়ে উঠতে পারে ভয়ংকর। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সুখকর স্মৃতি আছে গেল বছরেরই, ভিন্ন ফরম্যাট হলেও বাংলাদেশ পরিচিত মাঠ বলে স্বস্তিতেই থাকবে। ২০২৪ সালে এখানেই তারা সাদা পোশাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে দেয় স্বাগতিক পাকিস্তানকে। 

প্রায় মাস খানেক ধরে পাকিস্তানে আছে বলে কিউইদের পক্ষেই যেন সব। পাকিস্তানের কন্ডিশন নিউজিল্যান্ডের চেনা হয়ে গেছে হাতের তালুর মতো। তবে বাংলাদেশ দলকে মানিয়ে নিতে হবে একটু চ্যালেঞ্জ নিয়েই। নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই এই ম্যাচটি খেলতে নামবে। ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে হারিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তানকে। দুই দিনের অনুশীলন শেষে বাংলাদেশ প্রস্তুত উড়তে থাকা কিউইদের রুখে দিতে। 

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পুনরাবৃত্তি নাকি নিউজিল্যান্ডের রিভেঞ্জের গল্প?

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। যদিও সেমিতে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ৮ বছর পর সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ। বিপরীতে, কিউইদের কাছে এই ম্যাচ আগের আসরের প্রতিশোধ নেওয়ার বড় মঞ্চ। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—শুধুমাত্র একটি জয়ই টাইগারদের সেমিফাইনালের স্বপ্নকে বাঁচিয়ে রাখবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three