Image

যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 2 সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না সাকিব

যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না সাকিব

যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না সাকিব

সাকিব আল হাসান ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা ভাবছেন না। খেলা তো দূরে, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডও নিচ্ছেন না সাকিব। 

গুঞ্জন ছড়িয়েছে, সাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। নতুন ভিশন নিয়ে ভবিষ্যতে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন সাকিব। তবে আসল খবর হলো, সাকিব এমন কোনও সিদ্ধান্ত নেননি।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিচ্ছেন না সাকিব আল হাসান, খেলবেন না দেশটির হয়েও। বাংলাদেশের হয়ে আর মাঠে নামতে পারবেন কি না জানেন না সাকিব। তবুও তিনি নেবেন না অন্য দেশের হয়ে খেলার সিদ্ধান্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব স্ত্রী সন্তানদের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করছেন। 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের অনলাইন দলবদলে অংশ নিবেন সাকিব আল হাসান। সব ঠিক হলে খেলবেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। 

২০২৩ বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার বাঁচা-মরার লড়াইয়ে সাকিব আল হাসানের কল্যাণে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে দলটি। স্বাভাবিকভাবেই তাই বার-বার উঠে আসছে সাকিব প্রসঙ্গ। 

দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। সেই আসরে খেলতেই পারছেন না।

Details Bottom
Details ad One
Details Two
Details Three