Image

আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরির উপর ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এটি রিকেলটনের প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ সংগ্রহ করে। রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক টেম্বা বাভুমা (৫৮), রাসি ভ্যান ডার ডুসেন (৫২) ও এইডেন মার্করাম (৫২ অপরাজিত)।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবি ৫১ রান দিয়ে ২ উইকেট নেন, তবে তারকা লেগ স্পিনার রশিদ খান ছিলেন ব্যর্থ, ১০ ওভারে ৫৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।

জয়ের জন্য ৩১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। দলটি মাত্র ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০) ও ইব্রাহিম জাদরান (১৭) দ্রুত ফিরলে বিপাকে পড়ে দল। অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি শূন্য রানে আউট হলে আফগানিস্তানের জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়।

রহমত শাহ ৯২ বলে ৯০ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। কাগিসো রাবাদা ৩/৩৬, উইয়ান মুল্ডার ২/৩৬ ও লুঙ্গি এনগিদি ২/৫৬ শিকার করে আফগানিস্তানকে ৪৩.৩ ওভারে মাত্র ২০৮ রানে অলআউট করে দেন।

শেষদিকে রশিদ খান ১৩ বলে ১৮ রানের ছোট্ট ক্যামিও খেললেও সেটা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three