Image

বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি, টাকার ভাগ পাবে দলগুলো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি, টাকার ভাগ পাবে দলগুলো

বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি, টাকার ভাগ পাবে দলগুলো

বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি, টাকার ভাগ পাবে দলগুলো

এবারের বিপিএলে দর্শকের উন্মাদন ছিল অন্য সব আসরের চেয়ে বেশি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলেই দিলেন, পুরো বিপিএলে তার বোর্ড প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রির টাকার ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

বিপিএলের টিকিটের আয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ভাগাভাগি করবে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সোমবার বলেছেন যে তারা দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিকিট বিক্রি থেকে অর্জিত আয় ভাগ করে নেবে। 

বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বক্তব্য, 'ফ্র্যাঞ্চাইজিগুলির একটি প্রধান দাবি ছিল রাজস্ব ভাগাভাগি। সেই সময়ে, আমি তাদের বলেছিলাম যে আমি সঠিক লাভের মার্জিন সম্পর্কে নিশ্চিত নই, তাই আমি কোন প্রতিশ্রুতি দিতে পারিনি। এখন, আমার কাছে সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর আছে। আমরা তাদের টিকিট বিক্রয় থেকে ন্যায্য অংশ প্রদান করব।'

এই মৌসুমে টিকিট বিক্রি থেকে বিসিবির রাজস্ব ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে। গেল দশ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি করলেও এই এক আসরেই প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। 

ভিডিও বার্তায় ফারুক আহমেদ বলেন, 'এবার, আমরা টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছি। এর একটি প্রধান কারণ ছিল সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা।'

টিকিটের আয় ভাগাভাগি করার সিদ্ধান্তটি বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। 

Details Bottom