Image

বাংলাদেশ দলের আগামী দুই বছর কাটবে মাঠের ব্যস্ততায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ দলের আগামী দুই বছর কাটবে মাঠের ব্যস্ততায়

বাংলাদেশ দলের আগামী দুই বছর কাটবে মাঠের ব্যস্ততায়

বাংলাদেশ দলের আগামী দুই বছর কাটবে মাঠের ব্যস্ততায়

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরু হচ্ছে চরম ব্যস্ততা, ২০২৭ সালের মার্চ পর্যন্ত এফটিপিতে টাইগারদের ‘নন স্টপ’ ক্রিকেট। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে আছে এশিয়া কাপ আসর, টি-টোয়েন্টি বিশ্বকাপ। এফটিপি অনুযায়ী আগামী ২৩ মাসে ১৬টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট ১৮টি, ওয়ানডে ৩২টি ও টি-টোয়েন্টি ৩২টি।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) দম ফেলার সময় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ২০২৭ সালের এফটিপি পর্যন্ত মহা ব্যস্ততম সময় পার করবে টাইগাররা। যেখানে শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজই খেলবে মোট ১৬টি। এর মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ আছে তিনটি। ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ ৫টি। ২ টেস্ট ও ৩ ওয়ানডে হবে একটি সিরিজে। 

নতুন এফটিপিতে বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট ১৮টি। এ ছাড়া এই সময়ে বাংলাদেশ খেলবে ৩২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এর বাইরে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টই হবে টি-টোয়েন্টি সংস্করণে।

টাইগারদের ‘মহা ব্যস্ততা’ শুরু হচ্ছে চলতি মাসেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। সিলেট ও চট্টগ্রামের মাঠে হবে দুই টেস্টের হোম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। 

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সূচি-

এপ্রিল, ২০২৫- জিম্বাবুয়ে, ২ টেস্ট (হোম) 
মে, ২০২৫- পাকিস্তান, ৫ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুন, ২০২৫- শ্রীলঙ্কা, ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জুলাই, ২০২৫- পাকিস্তান, ৩ ওয়ানডে (হোম)
আগস্ট, ২০২৫- ভারত, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
অক্টোবর, ২০২৫- ওয়েস্ট ইন্ডিজ, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
নভেম্বর, ২০২৫- আয়ারল্যান্ড, ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

মার্চ-এপ্রিল, ২০২৬- পাকিস্তান, ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
এপ্রিল, ২০২৬- নিউজিল্যান্ড, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
জুন, ২০২৬- অস্ট্রেলিয়া ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)
জুলাই-আগস্ট, ২০২৬- জিম্বাবুয়ে, ২ টেস্ট, ৫ ওয়ানডে (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৬- অস্ট্রেলিয়া, ২ টেস্ট (অ্যাওয়ে)
আগস্ট, ২০২৬- আয়ারল্যান্ড, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
অক্টোবর-নভেম্বর, ২০২৬- ওয়েস্ট ইন্ডিজ, ২ টেস্ট (হোম)
নভেম্বর-ডিসেম্বর, ২০২৬- দক্ষিণ আফ্রিকা, ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)

ফেব্রুয়ারি, ২০২৭- ইংল্যান্ড, ২ টেস্ট (হোম)

Details Bottom
Details ad One
Details Two
Details Three