Image

পিএসএলের জন্য মিরাজকে এনওসি দিল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলের জন্য মিরাজকে এনওসি দিল বিসিবি

পিএসএলের জন্য মিরাজকে এনওসি দিল বিসিবি

পিএসএলের জন্য মিরাজকে এনওসি দিল বিসিবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেলেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মিরাজ। একই দলের হয়ে দু'জন মাতাবেন প্লে অফ। 

সাকিব আল হাসানের সাথে আরও এক বাংলাদেশি অলরাউন্ডারকে প্লে-অফ পর্বে পেল লাহোর কালান্দার্স। বিসিবি আজ মিরাজকে লাহোর কালান্দার্সের হয়ে ২২-২৫ মে ২০২৫ পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য এনওসি দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন, অনাপত্তিপত্র পেয়েছেন মিরাজ। 

গেল বিপিএলের টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ১৩ উইকেট নেন। বর্তমানে জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজের জন্য আরব আমিরাতে থাকলেও দলের বাইরে মিরাজ। তাই মিরাজকে পিএসএলের জন্য অনাপত্তিপত্র দিতে দেরি করেনি বিসিবি। 

গতরাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে লাহোর কালান্দার্স প্লে-অফের টিকিট নিশ্চিত করে। সাকিব আল হাসান একাদশে থাকলেও আলো ছড়াতে পারেননি। এবার মিরাজকে যুক্ত করে আরও শক্তি বাড়িয়েছে দলটি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three