Image

লুঙ্গি এনগিডির পরিবর্তে আইপিএল খেলবেন মুজারাবানি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লুঙ্গি এনগিডির পরিবর্তে আইপিএল খেলবেন মুজারাবানি

লুঙ্গি এনগিডির পরিবর্তে আইপিএল খেলবেন মুজারাবানি

লুঙ্গি এনগিডির পরিবর্তে আইপিএল খেলবেন মুজারাবানি

জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি দল পেয়েছেন আইপিএলে। লুঙ্গি এনগিডি ২৬ তারিখে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়, তার বদলি হিসেবে মুজারাবানিকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ হতে যাচ্ছেন এই পেসার।

জিম্বাবুয়ের ডানহাতি পেসার লুঙ্গি এনগিডির বদলে আরসিবিতে যোগ দিচ্ছেন। লুঙ্গি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে যোগ দিচ্ছেন। তাই তাঁকে ২৫ তারিখের পর আর পাবে না বেঙ্গালুরু। প্রোটিয়া তারকার পরিবর্তন হিসেবে ব্লেসিং মুজারাবানিকে ৭৫ লাখ রুপির চুক্তিতে দলে নেয় আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুজারাবানিকে দলে নেওয়ার ইস্যুতে বিবৃতিতে লিখে, '৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ২৮ বছর বয়সী জিম্বাবুয়ের স্পিডস্টার - ব্লেসিং মুজারাবানিকে আরসিবির অস্থায়ী বদলি হিসেবে ঘোষণা করা হয়েছে, লুঙ্গি এনগিডি ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন! লুঙ্গি আমাদের পরবর্তী হোম ম্যাচে একাদশে থাকবেন।'

এবারই প্রথম আইপিএলে ডাক পেলেন মুজারাবানি। এর আগে অবশ্য পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ, আইএল টি-২০, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টও মাতিয়েছেন। আইপিএল সেটআপের অংশ ছিলেন ২০২২ সালে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে। 

পেসার মুজারাবানি জিম্বাবুয়ের হয়ে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে তিনি ৯ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 

লুঙ্গি ২৬ মে-র মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য প্রস্তুত হবেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three