মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ টানা তিন উইকেটে শতরানের জুটি গড়ে এক ইনিংসে অনন্য কীর্তি গড়েছে টাইগাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি প্রথম ঘটনা।
সব দেশ মিলিয়ে টেস্ট ম্যাচের ১৪৭ বছরের ইতিহাসেও এমন দৃশ্য খুব কম দেখা গেছে। এক ইনিংসে এই তিন উইকেটে শতরানের জুটি এ নিয়ে হলো মাত্র তৃতীয়বার। আগে ১৯৭৯ সালে ভারত–ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২৩ সালে পাকিস্তান–শ্রীলঙ্কা টেস্টে ঘটেছিল এ ধরনের কীর্তি।
শতরানের জুটির দিক থেকে এটিই বাংলাদেশের জন্য আরেকটি বিশেষ মাইলফলক। নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি দেখল টাইগাররা। আগের দুটি ঘটনা ঘটেছিল ২০১৩ সালে একবার শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যবার নিউজিল্যান্ডের বিপক্ষে।
এদিন ব্যাট হাতে ব্যক্তিগত ও জুটিতে নতুন সাফল্যের ছোঁয়া পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন–মিরাজ জুটি তুলেছে ১২৩ রান, যা তাদের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতরানের জুটি। একই সঙ্গে লিটন দাস টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে হয়েছেন দেশের ষষ্ঠ ব্যাটসম্যান।
ব্যক্তিগত অর্জনের তালিকায় উজ্জ্বল মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার খেলেছেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি এখন যৌথভাবে শীর্ষে—সমান ১৩ সেঞ্চুরি আছে মুমিনুল হকের।
মুশফিক ও লিটনের ১০৮ রানের জুটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সপ্তম শতরানের জুটি, যা দেশের সবচেয়ে বেশি শতরানের জুটি হিসেবেও নতুন মাইলফলক।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে এমন দাপুটে পারফরম্যান্সে দল পেয়েছে শক্ত ভিত সঙ্গে উঠে এসেছে একের পর এক নতুন রেকর্ড। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে যোগ করেছে গৌরবের নতুন অধ্যায়।
