লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের একশতম টেস্ট শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের টেস্ট ক্রিকেটে স্থায়িত্ব এবং পরিশ্রমের প্রতীক। দীর্ঘ দুই দশকের পথচলায় টেস্ট ম্যাচে নিজেকে ধারাবাহিকভাবে প্রমাণ করা সহজ নয়। মুশফিকের এই অর্জন তাই সতীর্থদের কাছে অনুপ্রেরণারও নাম। এই বিশেষ মুহূর্তে অতীতের স্মৃতি মনে করে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান।
লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের কথা স্মরণ করে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আমি মনে করি আপনি যখন লর্ডসে প্রথম টেস্ট খেলতে নামেন, আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রেরণা দিয়ে আসছেন।”
মুশফিকের নেতৃত্ব প্রসঙ্গ তুলে সাকিব আরও লেখেন, “বয়সভিত্তিক দলে আপনি যখন নেতৃত্ব দিতেন, তখন থেকেই আপনাকে আমি আমার অধিনায়ক হিসেবে দেখেছি। আমি যতদিন ক্রিকেট খেলব, আপনি আমার অধিনায়কই থাকবেন।”
একশতম টেস্টকে সামনে রেখে সাকিব তাঁর শুভকামনা জানান, “এই বিশেষ মুহূর্তে আপনার একশতম টেস্টের জন্য শুভকামনা। এটি যেকোনো ক্রিকেটারের জন্যই ঐতিহাসিক অর্জন। যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল দেখেছিলাম, ঠিক তেমনই এই ম্যাচেও প্রতিটি বল দেখব।”
সাকিবের বার্তার শেষভাগে মিশে আছে আক্ষেপ ও বন্ধুত্বের উষ্ণতা, “ইচ্ছা করি আমি আপনার সঙ্গে এই ম্যাচটি খেলতে পারতাম এবং মাঠেই আপনার এই অর্জন উদযাপন করতে পারতাম।”
