মুশফিকের আরো লম্বা সময় খেলা সম্ভব - ফিল সমন্স
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
শততম টেস্টের পথে: মুশফিকের নিয়মানুবর্তিতা ও পরিশ্রমের প্রতিচ্ছবি
-
2
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক জয়, ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাফল্য
-
3
তৃতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
-
4
ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়
-
5
টেম্বা বাভুমা: শান্ত নেতৃত্বের নিখুঁত গণিত
মুশফিকের আরো লম্বা সময় খেলা সম্ভব - ফিল সমন্স
মুশফিকের আরো লম্বা সময় খেলা সম্ভব - ফিল সমন্স
২০০৫ সালের ২৬ মে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এবার একটি বিশেষ মাইলফলক উদযাপন করতে যাচ্ছে, কারণ টাইগার তারকা মুশফিকুর রহিম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তার শততম টেস্ট খেলবেন।
প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে শততম টেস্টের কারণ ব্যাখ্যা করলেন। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স মুশফিকের অসাধারণ ধারাবাহিকতা এবং প্রফেশনালিজমের প্রতি সম্মান জানিয়ে বলেন,
"মুশফিকের ১০০ টেস্ট খেলার পেছনের মূল কারণ পেশাদারিত্ব, আর তার মাঝে সব সময় ভালো করার তাড়না ছিল।"
৩৮ বছরের মুশফিক টেস্ট ক্রিকেটে ১৮২ ইনিংসে ৬৩৫১ রান করেছেন, গড়ে ৩৮-এর বেশি। ১২টি সেঞ্চুরি এবং ২৭টি ফিফটির মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি আছে, যার দুটি তিনি উইকেটরক্ষক হিসেবে করেছেন। এই ক্ষেত্রে তিনি একমাত্র উইকেটরক্ষক যিনি দুটি ডাবল সেঞ্চুরির মালিক। সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংসও রয়েছে তার কৃতিত্বে।
আগামী দিনের টেস্টগুলো নিয়ে কোচ ফিল সিমন্স বলেন,
"এখন আমরা অনেক টেস্ট ক্রিকেট খেলছি। আগামী বছর আমরা ১২ টার মত টেস্ট খেলব, যা আগে হয়নি। তাই আমি মনে করি এরপর যারা ১০০ টেস্ট খেলবে তারা মুশফিকের চেয়েও দ্রুত সময়ে খেলবে।"
মুশফিককে একজন লিজেন্ড আখ্যা দিয়ে তিনি আরও বলেন,
"সে (মুশফিক) নিশ্চিতভাবেই একজন লিজেন্ড। কারণ সে লম্বা সময় খেলেছে, এবং পরিসংখ্যাণও তার পক্ষে আছে।"
শততম টেস্টের পরও বিদায়ের কোনও ইঙ্গিত নেই। প্রধান কোচ নিশ্চিত করলেন, শততম টেস্ট খেলেও মুশফিকের ক্রিকেট ক্যারিয়ার শেষ হবে না। তিনি বলেন,
"এই মুহূর্তে মুশফিক দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। শ্রীলঙ্কা সিরিজেও সে সেঞ্চুরি করেছে। ফিটনেস আর পারফরম্যান্স ঠিক থাকলে আরও লম্বা সময় খেলা সম্ভব।"
